Medvedev Chair Umpire incident: টেনিস বিশ্বে এখন ভাইরাল রুশ টেনিস তারকা ড্যানিল মেদভেদেভের (Daniil Medvedev)একটি ভিডিও। যাতে দেখা যাচ্ছে, মেদভেদেভ কোনও একটি বিষয় নিয়ে ম্য়াচের চেয়ার আম্পয়ারের সঙ্গে বাদানুবাদ করছেন। তারপরই দেখা যায়, মেজাজ হারিয়ে ম্যাচের প্রধান আম্পয়ারকে রেগে মাটিতে ফেলে দিচ্ছেন বদমেজাজি হিসাবে পরিচিত মেদভেদেভ। সোশ্যাল মিডিয়ায় এরপর আগুনের গতিতে ভাইরাল হয়ে যায় এই ভিডিওটি। কিন্তু Daniil Medvedev Controversy আসলে ব্যাপারটা কী? পুরো বিষয়টা জানার আগে মেদভেদেভ বিতর্কর প্রেক্ষাপটটা জেনে রাখুন। শুরু করার আগে বলে যাক, রাশিয়ার সফলতম টেনিস খেলোয়াড়দের অন্যতম মেদভেদেভ আচমকাই ফর্ম হারিয়েছেন। চলতি বছর তিনটি গ্র্য়ান্ডস্লামের প্রথম রাউন্ডে হারের মহালজ্জার মুখে পড়েছেন পুতিনের দেশের মহাতারকা টেনিস খেলোয়াড়। এরপর গতকাল চিনের অখ্যাত ১৯৬ নম্বরে খেলোয়াড়ের কাছে হেরে যান টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই মেদভেদেভ।
সম্প্রতি বারবার মেজাজ হারিয়ে বিতর্কে জড়াচ্ছেন মেদভেদেভ
রাশিয়ান টেনিস তারকা ড্যানিল মেদভেদেভ গত কয়েক মাস ধরে বারবার বিতর্কে জড়িয়েছেন। আসলে মেদভেদেভের মেজাজটা বরাবরই একটু চড়া। ফর্ম হারিয়ে সেই খারাপ মেজাজটা আরও বিগড়েছে। ভ্লাদিমির পুতিনের দেশের এক নম্বর এবং রাশিয়ান টেনিস ইতিহাসের সর্বকালের সেরাদের মধ্যে থাকা মেদভেদেভ সমালোচনা সহ্য করতে না পারেন একদম। দর্শকাসন থেকে তাঁকে কটুক্তি করা হলে তিনি তেড়ে যান, রেগে যান,অশ্লীল অঙ্গভঙ্গি করেন।
দেখুন ভাইরাল হওয়া মেদভেদভের সেই ভাইরাল ভিডিও
Medvedev gone wild after the match . pic.twitter.com/2WTIUCbsU4
— Tennis pro trader (@TennisProTrader) September 21, 2025
চলতি মরসুমে লজ্জার নজির গড়েছেন মেদভেদেভ
তিনি যত রেগে যান, ততই সমর্থকদের একটা অংশ ততই তাঁকে আরও উত্তেজিত করেন। অস্ট্রেলিয়ান ওপেন, উইম্বলডন, ফরাসি ওপেনে এখন বারবার দেখা যায় গ্যালারির দর্শকদের 'বু'বা বিদ্রুপধ্বনী শুনে রেগে যাচ্ছেন মেদভেদেভ। এটিপি ব়্যাঙ্কিংয়ে প্রাক্তন শীর্ষ খেলোয়াড় বেশ কয়েক বছর ধরে কিংবদন্তি নোভাক জকোভিচের সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিলেন। রজার ফেডেরার, রাফায়েল নাদালের পর মেদভেদেভই কার্যত একাই জকোভিচের একচেটিয়া রাজ রোখার চেষ্টা করেন। কিন্তু গ্র্যান্ডস্লাম জয়ী মেদভেদেভ এখন একেবারেই ফর্মে নেই। চলতি বছর ফরাসি ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন-তিনটি গ্র্যান্ডস্লামের প্রথম রাউন্ডে হেরে যান বিশ্বের সর্বকালের অষ্টম ধনীতম খেলোয়াড়। কিন্তু একের পর জঘন্য হারের পরেও নিজের ব্যর্থতার থেকে দর্শকদের বিদ্রুপকে দায়ি করেন।
এআই-য়ের মাধ্যমে ভিডিওটি তৈরি করা হয়েছে
AI Generated Medvedev Video: এখন টেনিস বিশ্বের দর্শকদের একাংশ চক্ষুশূল মেদভেদেভ-কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে ভাইরাল ভিডিওটি দেখা যাচ্ছে তা পুরোপুরি ভুয়ো। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-য়ের মাধ্যমে ভিডিওটি তৈরি করপে আসলে মেদভেদেভকে কটাক্ষ করা হয়েছে। সেই ম্যাচে রুশ তারকা মেজাজ হারিয়ে চেয়ার আম্পয়ারের কাছে তেড়ে গিয়ে ঝগড়া করেছিলেন ঠিকই, কিন্তু কোনও রকমভাবেই ম্যাচ পরিচালককে ঠেলে দেননি বা বলপ্রয়োগ করেননি। নেহাতই মজা করে এটি AI-এর মাধ্যমে বানানো হয়েছে।