প্রতীকী ছবি (ফাইল ফটো)

স্ত্রী ছেড়ে চলে গিয়েছে সপ্তাহ দুয়েক আগে। দুই প্রতিবন্ধি সন্তানের দেখভাল, কাজকর্ম একা হাতে সামলাতে ব্যর্থ বাবা। সেই কারণে মানসিক অশান্তির জেরে দুই ছেলেকে খুন করে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। শনিবার এমনই ঘটনা ঘটেছে কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ (Dadra and Nagar Haveli, Daman and Diu)-তে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তিনজনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে দুই প্রতিবন্ধীর। তবে এটা খুন নাকি অন্যকিছু, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন মৃতের স্ত্রী

জানা যাচ্ছে, শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে সিলভাসা থানা এলাকার সমরবর্ণিতে। মৃত ব্যক্তি সুনীল ভাকরে (৫৬) এখানে একটি বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তাঁর দুই ছেলের মধ্যে প্রথমজন বছর ১৮-এর জয় এবং দ্বিতীয়জন ১০ বছরের আর্য। দুজনই জন্মগতভাবেই প্রতিবন্ধী। দুজনের দেখাশোনা করত তাঁদের মা। তবে সম্প্রতি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে সংসার ছেড়ে পালিয়ে যায় সে। তারপর থেকে সুনীলই দুজনের দেখাশোনা করত।

মৃতের স্ত্রীর খোঁজ করছে পুলিশ

পুলিশসূত্রে খবর, মুম্বইয়ের রায়গড়ের বাসিন্দা সুনীল দীর্ঘদিন ধরেই কর্মসূত্রে দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউতে রয়েছে। শনিবার সকাল থেকেই বাড়ির ভেতর থেকে কোনও সারাশব্দ না আসায় সন্দেহ হয় প্রতিবেশীদের। তাঁরাই পুলিশে খবর দেয়। পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকতেই দেখা যায় এই মর্মান্তিক দৃশ্য। ইতিমধ্যেই মৃতের স্ত্রীর খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। যদিও তাঁর এখনও খোঁজ পাওয়া যায়নি বলেই খবর। গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।