কর্ণাটক: হাভেরি জেলায় ডিশ অ্যান্টেনার তার নষ্ট হয়ে যাওয়ার বিষয়কে কেন্দ্র করে এক দলিত ব্যক্তিকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। স্থানীয় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। কর্ণাটের হাভেরি জেলার মুকা বাসারিকাট্টি গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, যারা গ্রেফতার হয়েছে তারা হলো রব্বানি রাজেসবনাভার, জহির আহমেদ সাভানুরু, মোদিনাসাব, আহমেদসাব। ওই দলিত ব্যক্তির নাম রামাপ্পা হরিজন। শিগাঁও থানা পুলিশ অভিযুক্তদের নামে মামলা রুজু করে তাদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে।
পুলিশ জানিয়েছে, এলাকার একটি ডিশ অ্যান্টেনার তার ছিঁড়ে যায়। (কর্ণাটক ইলেকট্রিসিটি কোম্পানির কর্মীরা গাছের ডাল কাটাই তা তারের উপর পড়ে অ্যান্টেনার তার নষ্ট হয়)। কিন্তু অভিযুক্তদের সন্দেহ হয় রামপ্পা এই কাজ করেছেন। তারপর তাঁকে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে গ্রামের সবার সামনে মারধর করে।
দেখুন
Karnataka Shocker: Dalit Man Thrashed and Tied to Electric Pole in Haveri District, Four Arrested#Karnataka #KarnatakaNews #DalitThrashed https://t.co/A8oExrU5Qu
— LatestLY (@latestly) September 15, 2023
দলিত সংগঠনগুলো এই ঘটনার তীব্র নিন্দা করেছে, এবং অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছে।