নয়াদিল্লিঃ মন্দির চত্বরে কাশতে কাশতে ভুলবশত প্রস্রাব করে ফেলেছিলেন বৃদ্ধ। তার পরিণাম যে এমন ভয়াবহ হবে তা কার্যত আঁচ করতে পারেননি তিনি। ইচ্ছাকৃতভাবেই প্রস্রাব করেছেন তিনি এই অনুমান করে জিভ দিয়ে সেই প্রস্রাব চাটাতে বাধ্য করা হল দলিত বৃদ্ধকে। কাঠগড়ায় স্থানীয় কয়েকজন যুবক।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ে। সোমবার, দীপাবলির দিন এই চরম হেনস্থার শিকার হন ৬০ বছরের ওই বৃদ্ধ। মন্দির সংলগ্ন এলাকায় কেন প্রস্রাব করবেন তিনি? রীতিমতো ওই বৃদ্ধের উপর চড়াও হয় তাঁরা। বৃদ্ধকে জিভ দিয়ে মাটি থেকে প্রস্রাব চাটানো হয়। এরপরই পুলিশের দ্বারস্থ হয় ওই বৃদ্ধের পরিবার। দলিত বৃদ্ধের নাতি পুলিশকে জানায়, দীর্ঘদিন ধরেই বয়সজনিত কারণে নানা শারীরিক সমস্যায় ভুগছেন ওই বৃদ্ধ। তাই মন্দিরের পাশে কাশতে কাশতে ভুলবশত প্রস্রাব করে ফেলেন তিনি। তার জেরেই এই শাস্তি দেওয়া হয়। বৃদ্ধের নাম রামপাল রাওয়াত। কাকোরি এলাকায় শীতলা মাতা মন্দিরে এই ঘটনার শিকার হন তিনি। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মন্দির চত্বরে কাশতে কাশতে প্রস্রাব, সেই প্রস্রাব চাটানো হল বৃদ্ধকে
Lucknow Horror: Dalit Man Forced To Lick Urine, Accused Arrested #ReporterDiary @ashishaajtak pic.twitter.com/RdEXp5NKXx
— IndiaToday (@IndiaToday) October 22, 2025