Visual From Mumbai Airport (Photo Credits: Twitter)

মুম্বই, ১২ জুনঃ ক্রমশ আরও শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় 'বিপর্যয়' (Cyclone Biparjoy)। । গতকালই (১১ জুন) মৌসম ভবন জানিয়েছিল, ভোর সাড়ে ৫টা নাগাদ এই ঘূর্ণিঝড় অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে  (Extremely Severe Cyclonic Storm)-এ পরিণত হয়েছে। শক্তি বাড়িয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়  ভারতের উপকূলবর্তী অঞ্চলের দিকে ধেয়ে আসছে। শক্তিশালী এই বিপর্যয়ের জেরে রবিবার রাত থেকেই মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport) ব্যাহত বিমান পরিষেবা। বিমানবন্দরেই আটকে পড়ে শয়ে শয়ে যাত্রী।

শক্তিশালী ঘূর্ণিঝড় 'বিপর্যয়'এর (Cyclone Biparjoy) জেরে বাতিল করা হয়েছে একাধিক বিমান। পিছিয়ে দেওয়া হয়েছে বহু বিমানের উড়ান। বেগতিক আবহাওয়ার পরিস্থিতি লক্ষ্য রেখে সাময়িক সময়ের জন্যে বন্ধ করে দেওয়া হয়েছে প্রধান রানওয়ের রাস্তা। এছাড়াও পুনে বিনামবন্দরে আটকে রয়েছে বেশ কিছু বিমান। এর ফলে ভোগান্তিতে বিমানযাত্রীরা।

বিমানবন্দরে আটকে থাকা যাত্রীরা রবিবার রাত থেকেই নিজেদের অসন্তোষ প্রকাশ করছেন সোশ্যাল মিডিয়ায়। যদিও খারাপ আবহাওয়ার কারনে বিমান পরিষেবা ব্যাঘাত ঘটার ফলে  আনুষ্ঠানিক ভাবে বিবৃতি প্রকাশ করে যাত্রীদের থেকে ক্ষমা চেয়ে নিয়েছে এয়ার ইন্ডিয়া (Air India), ইন্ডিগো (IndiGo) বিমান সংস্থা।