রোহতক, ১১ এপ্রিল: স্ত্রীকে খুন করে আত্মঘাতী অবসরপ্রাপ্ত CRPF জওয়ান (CRPF Jawan Kills Wife) গতকাল রবিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হরিয়ানার রোহতকের ভগবতীপুরে। মৃতের নাম মহেন্দর এবং তাঁর স্ত্রী সুদেষ। ট্রিবিউনের তথ্য অনুসারে মহেন্দ্র তাঁর স্ত্রীকে গুলি করে মেরে ফেলার পর নিজের জীবন শেষ করে দেয়। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন মৃত দম্পতির ছেলে অমিত। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দাম্পত্য কলহ খুনের অন্যতম নেপথ্য কারণ। অকুস্থল থেকে একটি রিভলভার উদ্ধার করেছে পুলিশ। রিভলভারটি মৃত মহেন্দরের।
এদিন সকালে ঘটনাটি প্রকাশ্যে আসে। যখন অমিত তাঁর বাবা মায়ের রক্তাক্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। মহেন্দরের মানসিক ভারসাম্য ঠিক ছিল না বলে খবর। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।