ভারতের টেস্ট দলের অধিনায়ক (Team India's Test Captain) পদ ছাড়লেন বিরাট কোহলি (Virat Kohli )। দক্ষিণ আফ্রিকার কাছে তিন ম্যাচের টেস্ট সিরিজে ভারতের ১-২ ব্যবধানে হারের একদিন পরই এই সিদ্ধান্ত নিলেন তিনি। এর আগে ভারতীয় টি-২০ দলের অধিনায়ক পদ ছাড়েন তিনি। পরে তাঁকে একদিনের দলের অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হয়। আজ একেবারে সব ধরনের ক্রিকেটের অধিনায়ক পদ ছেড়ে দিলেন।
টুইটারে এক বিবৃতিতে কোহলি লিখেছেন, "গত সাত বছর ধরে প্রতিদিন কঠোর এবং নিরলস অধ্যবসায়ের মধ্য দিয়ে দলকে একটা সঠিক দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। সম্পূর্ণ সততার সঙ্গে এই কাজ করেছি এবং কিছু বাদ রাখিনি। কোনও একটা স্তরে এসে সবকিছুই একসময় থেমে যায় এবং টেস্ট দলের অধিনায়ক হিসেবে, আমার কাছেও এটাই থেমে যাওয়ার সময়। যাত্রাপথে অনেক উত্থান এবং কিছু পতন হয়েছে। কিন্তু কখনওই চেষ্টা বা বিশ্বাসের খামতি থাকেনি। যেটাই করেছি, সেখানে নিজের ১২০ শতাংশ দেওয়ার চেষ্টা করেছি। যদি সেটা না পারি, তা হলে আমি জানি এটা সঠিক কাজ নয়। দলের প্রতি অসৎ হতে পারব না।"
বিরাটের বিবৃতি:
Cricketer Virat Kohli steps down as India Test captain pic.twitter.com/BM0Dfktg2B
— ANI (@ANI) January 15, 2022
বিরাটের সংযোজন, "আমি বিসিসিআই-কে ধন্যবাদ জানাতে চাই আমাকে এত দীর্ঘ সময়ের জন্য দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। সেই সমস্ত সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই, যাঁরা প্রথম দিন থেকেই দলের জন্য স্বপ্ন দেখেছিলেন এবং কোনও পরিস্থিতিতেই কখনও হাল ছেড়ে দেননি।"