Covid Vaccine For Children (Photo Credits: IANS)

Covid Vaccine For Children: শিশুদের মধ্যে কোভিড টিকার পার্শ্বপতিক্রিয়া নিয়ে উদ্বিগ্ন বাবা মায়েরা। সদ্য প্রকাশিত এক সমীক্ষায় দেখা গিয়েছে, অধিকাংশ বাবা মা এই ভয় পান, যদি কোভিড টিকাদানের পরে তাঁদের সন্তান অসুস্থ হয়ে পড়ে তাহলে তাঁদেরকেই দায়ী করা হবে। শিশুদের মধ্যে কোভিড টিকাকরণের মাত্রা বাড়ানোর প্রচেষ্টা সত্ত্বেও, টিকার দীর্ঘমেয়াদী পার্শ্বপ্রতিক্রিয়ার কথা চিন্তা করে অভিভাবকরা এখনও পুরোপুরি ভাবে ভরসা করতে পারছে না।

শিশুদের কোভিড টিকাকরণ নিয়ে এখনও উদাসীন বাবা-মায়েরা... 

ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়ার এক সমীক্ষায় দেখা গিয়েছে, ৪৫ শতাংশ অভিভাবক শিশুদের কোভিড টিকা (Covid Vaccine For Children) দেওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। টিকার ফলে সন্তানের মধ্যে দীর্ঘমেয়াদী ঝুঁকি নিয়ে ভয় পান তাঁরা। অন্যদিকে ১৮ শতাংশ অভিভাবক মনে করেন, কোভিড টিকাদানের পর যদি সন্তান অসুস্থ হয়ে পড়ে তাহলে তাঁদের দায়ী হিসাবে দেখা হবে। সেই কারণে শিশুদের কোভিড টিকাকরণ নিয়ে এখনও উদাসীন বাবা-মায়েরা।