নয়া দিল্লি, ১৭ এপ্রিলঃ টানা চার দিন পর দেশে করোনার সংক্রমণ ১০ হাজারের নিচে। সোমবার স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিড (Covid 19) আক্রান্ত হয়েছে ৯ হাজার ১১১ জন। যা বিগত চার দিনের তুলনায় কিছুটা কম।
বিগত চার দিন ধরে ভারতে দৈনিক কোভিড সংক্রমণের সংখ্যা ১০ হাজার পার করেছিল। সোমবার সেই সংখ্যা কিছুটা হলেও কম। কিন্তু ভয় ধরাচ্ছে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা। এই মুহূর্তে দেশের সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়ে ৬০ হাজার ৩১৩।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত...
#COVID19 | India records 9,111 new cases and 6,313 recoveries in 24 hours; active caseload stands at 60,313
(Representative image) pic.twitter.com/ECAUDaKOCt
— ANI (@ANI) April 17, 2023
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু (Covid Death) হয়েছে ২৭ জনের। আগের দিন সেই সংখ্যাটি ছিল ২৩। যা বেড়ে হয়েছে ২৭। করোনায় মৃত ২৭ জনের মধ্যে ৬ জন গুজারাটের, ৪ জন উত্তরপ্রদেশের, ৩ জন দিল্লি, ৩ জন রাজস্থান, ৩ জন কেরল, ২ জন মহারাষ্ট্র এবং বিহার, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, তামিলনাড়ু থেকে ১ জন করে মৃত্যু হয়েছে।