বিভিন্ন দেশের ক্রমবর্ধমান হারে বেড়ে চলেছে করোনা ভাইরাসের (Corona Virus) আতঙ্ক। ঝিমিয়ে পড়া কোভিড (Covid 19) আবার মাথাচাড়া দিচ্ছে ক্রমশ। চিকিৎসক মহলের কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে। ইতিমধ্যেই দেশের কোভিড পরিস্থিতি নিয়ে নানা বৈঠকের আয়োজন শুরু করে দিয়েছে কেন্দ্র। কোভিড নিয়ে তৎপর হয়েছে রাজ্যগুলোও। মাথাচাড়া দিচ্ছে করোনা, উচ্চ-পর্যায়ের বৈঠকের আয়োজন প্রধানমন্ত্রীর
দেখুন টুইটঃ
In view of the sudden surge of COVID cases in different countries, the Indian Medical Association alerts and appeals to the public to follow COVID appropriate behaviour with immediate effect. pic.twitter.com/Hkuq9zlEL5
— Prasar Bharati News Services & Digital Platform (@PBNS_India) December 22, 2022
কোভিড বিধি নিয়ে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (Indian Medical Association) অবিলম্বে জনসাধারণকে সতর্ক হতে অনুরোধ করেছেন। করোনা বিধিনিষেধ সঠিক ভাবে অনুসরণ করার নির্দেশও দিয়েছেন। বাড়ির বাইরে সর্বদা মাস্ক পরার এবং সামাজিক বিধি মেনে চলার আর্জি জানিয়েছে আইএমএ (IMA)। এছাড়াও বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশবাসীকে বিদেশ ভ্রমনেও সতর্ক করেছে।