ফাইল ছবি

দিল্লি, ৭ অগাস্ট: ভারতে জরুরি ভিত্তিতে ব্যববহারের জন্য অনুমোদন পেল জনসন অ্যান্ড জনসনের (Johnson and Johnson) করোনা ভ্যাকসিন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য ট্যুইট করে ওই খবর জানিয়েছেন।

বেশ কয়েকদিন ধরেই জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন নিয়ে শোরগোল শুরু হয়। ভারত সরকারের তরফে অনুমতি দেওয়া হলে তবেই জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন নিতে পারবেন সাধারণ মানুষ। জানানো হয় এমন তথ্য। সেই অনুযায়ী এবার জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ইনুমোদন পেল সংশ্লিষ্ট সংস্থার এই ভ্যাকসিন।

 

আরও পড়ুন:  Ishaa Saha: নাইট কারফিউ ভাঙার অভিযোগ, আটক অভিনেত্রী ইশা সাহার গাড়ি

প্রসঙ্গত ভারতে এই মুহূর্তে কোভিশিল্ড, কোভ্যাক্সিন, স্পুটনিককে অনুমোদন দেওয়া হয়েছে ব্যবহারের জন্য। কোভিশিল্ড, কোভ্য়াক্সিন এবং স্পুটনিকের পর এবার ভারতে অনুমোদন পেল জনসন অ্যান্ড জনসন।

এদিকে জনসন অ্যান্ড জনসন ভারতে (India) অনুমোদন পেলেও কোভ্যাক্সিনকে এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য অনুমোদন পায়নি।