নয়া দিল্লি, ৩০ এপ্রিলঃ বিগত কিছুদিন ধরে দেশজুড়ে কোভিডের (Covid 19 in India ) সংক্রমণ কিছুটা নিম্নমুখী। রবিবার সেই সংখ্যাটা আরও একটু কমল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona Virus) আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮৭৪ জন। একদিকে যেমন কিছুটা কমেছে সংক্রমণ, তেমনই অন্যদিকে সুস্থতার হার বেড়েছে অনেকখানি। ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ১৪৮ জন।
কোভিড (Covid 19) সংক্রমিতের হার নিম্নমুখী হলেও সক্রিয় রোগীর সংখ্যা কিন্তু দিনে দিনে বেড়ে চলছে। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Union Health Ministry) তরফে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে কোভিড সংক্রমিত হয়েছেন ৫,৮৭৪ জন। কোভিড থেকে সুস্থ হয়েছেন ৮,১৪৮ জন। কিন্তু দেশজুড়ে এই মুহূর্তে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়ে ৪৯,০১৫।
ভারতের কোভিড রিপোর্ট...
#COVID19 | India reports 5,874 new cases and 8,148 recoveries in the last 24 hours; the active caseload stands at 49,015.
(Representative image) pic.twitter.com/VNktnfm7EJ
— ANI (@ANI) April 30, 2023
গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ২৫ জনের। যার মধ্যে রয়েছে কেরলের ৯ জন। দেশে করোনায় মোট মৃত্যু ৫,৩১,৫৩৩।