একই পরিবারের তিনজনের রহস্যজনকভাবে মৃত্যু। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাসিকের সরফনগরের গঙ্গাদ্বীপ রোও হাউসে। জানা যাচ্ছে, ঘর থেকে উদ্ধার হয়েছে ১০ বছরের একটি বাচ্চা মেয়ের দেহ। সেই সঙ্গে এক মধ্যবয়স্ক পুরুষ ও মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে বলেও খবর। ঘটনাস্থলে পুলিশ এসে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে দেহগুলিতে কোনও আঘাতের চিহ্ন নেই বলেই খবর। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, প্রথমে ওই নাবালিকাকে খুন করা হয়েছে, তারপর তাঁর বাবা-মা আত্মঘাতী রয়েছে। তবে মৃত্যুর কারণ এখনও অজানা রয়েছে বলেই খবর।
পুলিশসূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম বিজয় মানিকরাও সাহানে (৪১) এবং তাঁর স্ত্রী জ্ঞানেশ্বরী বিজয় সাহানে তাঁদের মেয়ে ও বিজয়ের বাবা এই বাড়িতে থাকতেন। সংসারে সকলেই স্বাভাবিক ছিলেন এবং কোনও সমস্যা ছিল না বলেন খবর। প্রতিবেশীরা জানিয়েছেন, এদিন বিকেলে বিজয়ের বাবা নিত্যদিনের মতোই হাঁটতে বেরিয়েছিলেন। ফিরে এসে দেখেন বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ। ডাকাডাকি করেও কারোর সারা না মেলায় প্রতিবেশীদের তিনি জানান। তাঁরাই খবর দেয় পুলিশে।
এরপর ঘটনাস্থলে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে বিজয় ও জ্ঞানেশ্বরীর দেহ সিলিংয়ে ঝুলছে এবং তাঁদের মেয়ের দেহ বিছানায় পড়ে রয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বালিশ দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাঁকে। যদিও মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। এমনকী কোনও সুইসাইড নোটও উদ্ধার হয়নি বলে খবর।