Representational Image (Photo Credit: X)

কলকাতাঃ গয়নার (Ornaments) লোভে নৃশংস ঘটনা বাড়ি মালিককে খুনের (Murder) অভিযোগ উঠল ভাড়াটে দম্পতির বিরুদ্ধে মৃত প্রৌঢ়ার স্বামীর অভিযোগের ভিত্তিতে ওই দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর উত্তরাহাল্লির নিউ মিলেনিয়াম স্কুল রোড এলাকায় মৃতার নাম শ্রীলক্ষ্মী মঙ্গলবার বাড়িতে ঢুকে স্ত্রীর মৃতদেহ উদ্ধার করেন বৃদ্ধ স্বামী পুলিশকে তিনি জানান, কর্মস্থল থেকে বারবার ফোন করেও স্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারেননি সেদিন দুশ্চিন্তায় বাড়ি ফিরে আসেন ঘরে ঢুকেই স্ত্রীর নিথর দেহ দেখতে পান তিনি

স্বামীর অভিযোগ, শ্রীলক্ষ্মীর সারা শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। মুখে ঠোঁটে রক্ত জমাট বেঁধে গিয়েছিল এছাড়া তিনি আরও জানান, স্ত্রীর গলার সোনার মঙ্গলসূত্রটি ছিল না শুরু থেকেই ভাড়াটে দম্পতিকেই সন্দেহ করছিলেন মৃতার স্বামী এরপরই ওই দম্পতিকে জেরা করতে শুরু করে পুলিশ পুলিশি জেরায় অপরাধের কথা স্বীকার করে তারা পুলিশকে অভিযুক্তরা জানায়, মঙ্গলসূত্র চুরি করে বৃদ্ধাকে খুন করেছে তারাই ইতিমধ্যেই খুনের দায়ে ওই দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ

সোনার মঙ্গলসূত্রের লোভে বাড়িওয়ালিকে খুন ভাড়াটে দম্পতির