ভয়াবহ দুর্ঘটনার থেকে অল্পের জন্য রক্ষা পেলেন এক ট্রাফিক পুলিশকর্মী। শনিবার রাত ১১টা ১৫ নাগাদ গুজরাটের (Gujarat) আহমেদাবাদে চান্দখেড়া থানা এলাকায় এক দম্পতি দ্রুত গতিতে গাড়ি নিয়ে আসছিলেন। সেই সময় সিগন্যালের কাছে তাঁর গাড়ি দাঁড় করানোর জন্য হাত দেখায় এক পুলিশকর্মী। অভিযোগ, গাড়ি ধীরে করা তো দূর অস্থ, সামনে যেতেই গতি বাড়ালো অভিযুক্ত চালক। আর সেই গাড়ি থামানোর জন্য বোনেটে উঠে পড়লেন নীতেশ রামজি নামে ওই পুলিশকর্মী। অন্যদিকে, তাঁর এক সহকারী গাড়িরা জানলার কাঁচ ধরে নেন।
বারবার ওই দম্পতিকে গাড়ি থামানোর নির্দেশ দেওয়া হয়। কিন্তু মহিলা তাঁর স্বামীকে দ্রুতগতিতে চালানোর পরামর্শ দেয়। বিপদ বুঝে জানলা ধরে থাকা ওই পুলিশ নেমে পড়ে। কিন্তু বোনেটে থাকা পুলিশকর্মী নামতে পারেন না। ফলে তাঁকে বেশ কিছুটা দূরে নিয়ে গিয়ে ডিভাইডারের সামনে গাড়িটি থামিয়ে ওই নিতেশ রামজীকে ফেলে দেয়। তারপর তাঁরা পালানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণাৎ পুলিশের বাকি সদস্যরা এসে দুজনকে ধরে ফেলে। অন্যদিকে ওই পুলিশ কর্মী আহত হন। হাতে, পায়ে ভালোই চোট লাগে। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে হত্যার চেষ্টার জন্য মামলা রুজু করা হয়েছে।