নয়াদিল্লিঃ রাজস্থানে (Rajasthan) চাঞ্চল্যকর ঘটনা। কাশির ওষুধ খেয়ে মৃত্যু (Death) দুই শিশুর। কায়সন ফার্মা নামক একটি কোম্পানি তৈরি ডেক্সট্রোমেথোরফান হাইড্রোব্রোমাইড যৌগ ধারণকারী কাশির সিরাপ খেয়ে মৃত্যু বলে অভিযোগ। মৃত শিশুর পরিবারের অভিযোগ, ওষুধ খাওয়ানোর কয়েক ঘণ্টা পরেই শিশুর মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে, রাজস্থানের সিকার জেলায়। জানা যায়, শিশুর অসুস্থ হওয়ার পরই তাঁকে চিরানার কমিউনিটি হেল্থ সেন্টারে নিয়ে যায় পরিবার। সেখানেই ডাক্তার ওই কাশির সিরাপটি খাওয়ার পরামর্শ দেন চিকিৎসক। এবার রাত ১১ টা নাগাদ বাচ্চাকে ওষুধ খাওয়ান মা। এরপরই হেঁচকি তুলতে শুরু করে শিশুটি। এরপর জল খেয়ে ঘুমিয়ে পড়ে শিশুটি। আর ঘুম থেকে ওঠেনি সে। সকালে ছেলেকে নিয়ে হাসপাতালে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে ২২ সেপ্টেম্বরও সিরাপ খেয়ে মৃত্যু হয় এক শিশুর। ঘটনাটি ঘটেছে ভরতপুরের উপকণ্ঠে অবস্থিত মালহা গ্রামে। ওই শিশুর বয়স ছিল ২ বছর। এই ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন সে রাজ্যের স্বাস্থ্য দফতর।
কাশির সিরাপ খেয়ে মৃত্যু ২ বছরের শিশুর
Cough syrup linked to deaths of two children in Rajasthan; 22 batches of the drug bannedhttps://t.co/c8YBFbJt0X
— The Hindu (@the_hindu) October 2, 2025