বালেশ্বর, ৩ জুনঃ রেললাইন থেকে ছিটকে এদিক ওদিক পরে রয়েছে করমন্ডল এক্সপ্রেসের কামরাগুলো। মালগাড়ির সঙ্গে ধাক্কায় ১৭টা বগি লাইনচ্যুত। কয়েকটি বগি মালগাড়ির উপরে উঠে গিয়েছে। হাজার হাজার মানুষের ভিড় জমেছে দুর্ঘটনাস্থলে। উদ্ধারকারী দলের সঙ্গে সমানতালে পাল্লা দিয়ে উদ্ধারকার্যে সাহায্য চালিয়ে গিয়েছেন স্থানীয়রাও। ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৩৮ জনের। আহত হয়েছেন ৯০০ জনের বেশি যাত্রী। শুক্রবার সারা রাত ধরে চলেছে উদ্ধার কাজ। আহত যাত্রীদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে বালেশ্বর জেলা হাসপাতালে।
ভয়াবহতার চিত্র দেখুন...
#BalasoreTrainAccident | Aerial visuals from ANI’s drone camera show the extent of the damage.
As per the latest information, the death toll stands at 238 in the collision between three trains. #Odisha pic.twitter.com/tVNQWSHDcJ
— ANI (@ANI) June 3, 2023
শুক্রবার সন্ধ্যাবেলা ওড়িশার বালেশ্বরে করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার ভয়াবহতা দেখে শিহরিত দেশ বিদেশের মানুষ। শালিমার থেকে চেন্নাইগামী ট্রেনটি মালগাড়ির সঙ্গে ধাক্কা লেগে বেলাইন হয়। দুমড়ে মুচড়ে যায় আস্ত করমন্ডল এক্সপ্রেস। একই সঙ্গে লাইনচ্যুত হয়েছে বেঙ্গালুরু-হাওড়া যশবন্তপুর এক্সপ্রেসের চারটি বগি। ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৩৮ জনের। আহত হয়েছেন ৯০০ জনের বেশি যাত্রী। শুক্রবার সারা রাত ধরে চলেছে উদ্ধার কাজ। আহত যাত্রীদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে বালেশ্বর হাসপাতালে।
#WATCH | Aerial visuals from ANI’s drone camera show the extent of damage at the spot of the #BalasoreTrainAccident in Odisha. pic.twitter.com/8rf5E6qbQV
— ANI (@ANI) June 3, 2023