বালেশ্বর, ৩ জুনঃ ওড়িশার বালেশ্বরে শালিমার-চেন্নাই করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় (Coromandel Express Accident) শোক প্রকাশ করলেন তাইওয়ান রাষ্ট্রপতি সাই ইং-ওয়েন (Taiwan President Tsai Ing-wen)। শনিবার টুইট করে তিনি লিখেছেন, 'ভারতে ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের জন্যে প্রার্থনা করছি। নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। আশা করি উদ্ধারকারীরা সকল ক্ষতিগ্রস্থদের সাহায্য করতে সক্ষম হবে'।
তাইওয়ান রাষ্ট্রপতির টুইট...
Praying for everyone affected by the train accident in India. I extend my heartfelt condolences to the victims and their families, and hope that rescue operations can save all those in need.
— 蔡英文 Tsai Ing-wen (@iingwen) June 3, 2023
শুক্রবার সন্ধ্যাবেলা মালগাড়িতে সজোরে ধাক্কা লাগে শালিমার থেকে চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেস ট্রেনটির। ওড়িশার বালেশ্বরে মালগাড়ির সঙ্গে ধাক্কা লেগে লাইনচ্যুত হয় করমন্ডল। ট্রেনের বেশ কিছু কামরা মালগাড়ির উপরে উঠে পড়ে। দুমড়ে মুচড়ে গিয়েছে আস্ত ট্রেন। একই সঙ্গে বেলাইন হয়েছে বেঙ্গালুরু-হাওড়া যশবন্তপুর এক্সপ্রেসের ৪টি কামরা।
আকাশ থেকে দুর্ঘটনার চিত্র দেখুন...
#WATCH | Aerial visuals from ANI’s drone camera show the extent of damage at the spot of the #BalasoreTrainAccident in Odisha. pic.twitter.com/8rf5E6qbQV
— ANI (@ANI) June 3, 2023
ওড়িশার মুখ্য সচিব প্রদীপ জানা জানিয়েছেন, মৃতের সংখ্যা ২৩৩ থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৩৮। আহত ৯০০র বেশি যাত্রী। আহত যাত্রীদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে বালেশ্বর হাসপাতালে।