বালেশ্বর, ৩ জুনঃ ওড়িশার বালেশ্বরে শালিমার-চেন্নাই করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার ভয়াবহতা যেন ক্রমেই বেড়ে চলেছে। শুক্রবার সন্ধ্যাবেলা মালগাড়িতে সজোরে ধাক্কা লেগে করমন্ডল এক্সপ্রেসটি (Coromandel Express Accident) লাইন থেকে উলটে যায়। ট্রেনের বেশ কিছু কামরা মালগাড়ির উপরে উঠে পড়ে। দুমড়ে মুচড়ে গিয়েছে আস্ত ট্রেন। একই সঙ্গে বেলাইন হয়েছে বেঙ্গালুরু-হাওড়া যশবন্তপুর এক্সপ্রেসের ৪টি কামরা।
ওড়িশার মুখ্য সচিব প্রদীপ জানা জানিয়েছেন, মৃতের সংখ্যা ২৩৩ থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৩৮। আহত ৯০০র বেশি যাত্রী। আহত যাত্রীদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে বালেশ্বর জেলা হাসপাতালে।
#WATCH | As of now, 238 people have died. Around 900 passengers injured, says Odisha Chief Secretary Pradeep Jena#BalasoreTrainAccident pic.twitter.com/8cqSSiTiA7
— ANI (@ANI) June 3, 2023
শনিবার সকাল সকাল দুর্ঘটনাস্থলে গিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক (Odisha CM Naveen Patnaik)। আহতদের সঙ্গে সাক্ষাৎ করতে দুর্ঘটনাস্থল থেকে তিনি পৌঁছালেন বালেশ্বর জেলা হাসপাতালে।
#WATCH | Odisha CM Naveen Patnaik reaches Balasore District Hospital #BalasoreTrainAccident pic.twitter.com/XzoIil6RDA
— ANI (@ANI) June 3, 2023