র রাস্তায় বিলাসবহুল স্পোর্টস কার নিয়ে বেরিয়েছিলেন এক যুবক। কিছুটা এগোতেই একটি ট্রাফিক সিগনালের সামনে তাঁর গাড়ি আটকায় ট্রাফিক পুলিশ। গাড়ির কাগজপত্র দেখতে চান কর্তব্যরত পুলিশ অফিসার। নিয়মমতো সবই দেখায় নিশান্ত সাবু নামে ওই যুবক। যার ফলে তাঁর কোনও চালান কাটে না। তবে তারপর ওই পুলিশ অফিসার গাড়ির সঙ্গে একটি সেলফি তোলার জন্য অনুমতি নেন। তারপরেই গাড়ির মা্লিক জানতে পারেন যে ওই ট্রাফিক পুলিশেরও স্পোর্টস গাড়ি চালানোর খুব শখ। এটা শোনার পরেই নিশান্ত তাঁকে গাড়ির মধ্যে বসায়। এবং কিছুটা চালিয়েও নিয়ে যায়। আর ল্যাম্বোরগিনি (Lamborghini) মতো দামী গাড়িতে বসেই খুশি ওই পুলিশকর্মী।
আর এই পুরো ভিডিয়োটি সোশ্যাল মিডিয়াতে আপলোডও নিশান্ত। এমনকী সে জানায় আগামী সময় যখন তিনি আবারও হায়দরাবাদে আসবেন, তখন ওই ট্রাফিক পুলিশকর্মীকে তাঁর গাড়ির শোরুমে নিয়ে যাবো এবং তিনি যে গাড়ি চাইবেন, তাতেই আমি তাঁকে নিয়ে ঘোরাবো। আমি ওনার ফোন নম্বরও সংগ্রহ করেছি। প্রসঙ্গত, এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই সকলে দুজনকে প্রশংসা করেছে। সেই সঙ্গে নিজের কর্তব্যে অবিচল থেকে আগে গাড়ির কাগজপত্র যাচাই করে নিয়েছেন বলে ট্রাফিক পুলিশেরও প্রশংসা করেছেন।
View this post on Instagram