নয়াদিল্লিঃ পুলিশ কনস্টেবলের স্ত্রীর মৃত্যুকে ঘিরে উত্তরপ্রদেশে চাঞ্চল্য। ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। শ্বশুরবাড়ির লোকেদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে শেষমেশ এই পথ বেছে নেন গ্রহবধূ। মৃত্যুর আগে শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অত্যাচারে আত্মঘাতী পুলিশ কনস্টেবলের স্ত্রী
জানা গিয়েছে, মৃতার নাম সৌম্যা কাশ্যপ। কয়েক বছর আগে অনুরাগ সিংয়ের সঙ্গে বিয়ে হয় তাঁর। অনুরাগ পেশায় পুলিশ। মৃতার অভিযোগ, তাঁর উপর শারীরি ও মানসিক অত্যাচার চালাত স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকেরা। মারা যাওয়ার আগে রেকর্ড করা ভিডিয়োতে সৌম্যা বলেন, "আমার স্বামী অন্য কাউকে বিয়ে করে নেবে। আমায় ওরা সবাই মিলে অত্যাচার করে। আমার কাকা শ্বশুর পেশায় আইনজীবী। তিনি আমার স্বামীকে আমায় মেরে ফেলতে বলেছেন। খুন করলেও আমার স্বামীকে বাঁচিয়ে নেবেন ওর কাকা, কারণ ওদের হাতে ক্ষমতা আছে।" ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নাস্থল পরিদর্শন করেছেন ঊর্ধ্বতন পুলিশ কর্তারা। খবর দেওয়া হয়েছে সৌম্যার বাড়িতে। অন্যদিকে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থলের ফরেন্সিক পরীক্ষাও সম্পন্ন হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
শ্বশুরবাড়ির লোকেদের অত্যাচারে অতিষ্ঠ, আত্মঘাতী পুলিশ কনস্টেবলের স্ত্রী
Lucknow Shocker: Constable’s Wife Dies by Suicide After Posting Instagram Video On In-Laws’ Harassment in Uttar Pradesh#Lucknow #UttarPradesh #Harassment #Suicide
— LatestLY (@latestly) July 27, 2025
Read: https://t.co/uMteMLoL4k
— LatestLY (@latestly) July 27, 2025