Representational Image (Photo Credit: X)

নয়াদিল্লিঃ ফের শিরোনামে ওড়িশা(Odisha)। এবার ছাত্রনেতার বিরুদ্ধে ইঞ্জিনিয়ারিং পড়ূয়াকে ধর্ষণের (Rape) অভিযোগ। গ্রেফতার করা হল কংগ্রেস নেতাকে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম উদিত প্রধান। ন্যাশানাল ইউনিয়ন অফ ইন্ডিয়ার ওড়িশার প্রেসিডেন্ট পদে ছিল সে। জানা গিয়েছে, তার বিরুদ্ধে ১৯ বছরের এক পড়য়াকে খাবারে মাদক মিশিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত রবিবার তাকে গ্রেফতার করেছে ভুবনেশ্বর পুলিশ। সোমবার পেশ করা হবে আদালতে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে চলতি বছরের ১৮ মার্চ। নির্যাতিতা ও তাঁর এক বান্ধবী মাস্টার ক্যান্টিন স্কোয়ারে গিয়েছিলেন। সেখানেই উদিতের সঙ্গে সাক্ষাৎ হয় তাঁদের। এরপর নায়াপাল্লি এলাকার একটি হোটেলে যায় তাঁরা। সেখানে চলে দেদার মদ্যপান। অভিযোগ, মদের মধ্যে ওষুধ মিশিয়ে অজ্ঞান করা হয় নির্যাতিতাকে। এরপরই তাঁর উপর শারীরিক অত্যাচার চালায় অভিযুক্ত। জ্ঞান ফিরলে বাড়ি ফেরেন নির্যাতিতা। মাঝে এই ক'মাস ভয়ে কাউকে কিছু না বলতে পারলেও, অবশেষে পরিবারকে সমস্ত ঘটনা জানান তিনি। এরপরই পুলিশের দ্বারস্থ হয় পরিবার।

হোটেলে নিয়ে গিয়ে পড়ুয়াকে ধর্ষণ, গ্রেফতার ছাত্রনেতা