Rahul Gandhi at Raipur (Photo Credits: ANI

রায়পুর, ২ সেপ্টেম্বরঃ সামনেই বিধানসভা নির্বাচন ছত্তিশগড়ে (Chhattisgarh)। ভোটমুখী রাজ্যে আজ শনিবার আয়োজিত হয়েছে রাজীব যুব মিতান সম্মেলন (Rajiv Yuva Mitan Sammelan)। গতকাল ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠক সেরে আজ রায়পুরের অনুষ্ঠানে যোগ দিতে সেখানে পৌঁছে গিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল (Chhattisgarh CM Bhupesh Baghel) সহ কংগ্রেসের অন্যান্য নেতা মন্ত্রীদের উপস্থিতিতে এদিনের সভায় জড়ো হয়েছিল চোখে পড়ার মত ভিড়। মঞ্চে বক্তৃতা দিতে উঠে ফের প্রধানমন্ত্রীর সঙ্গে আদানি গোষ্ঠীর ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তুললেন রাহুল। নতুন করে হাজার হাজার কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে গৌতম আদানির বিরুদ্ধে। সেই প্রসঙ্গে টেনে এদিন রাহুল বলেন, 'কেন আদানিজির বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে না। কী এমন বিষয় রয়েছে যার জন্যে প্রধানমন্ত্রী আদানির বিরুদ্ধে তদন্ত এড়িয়ে যাচ্ছেন'।

উপস্থিত লক্ষাধিক জনসমাবেশের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়ে কংগ্রেস সাংসদ আরও বলেন, 'দুটো তিনটে প্রশ্ন রয়েছে আমার। যে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বাইরে গিয়েছে সেই টাকা কার? এই টাকা গৌতম আদানির নয়, অন্য কারুর'।

প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়ে রাহুল সুর চরিয়ে বলেন, 'আমি আজ আপনাদের একটা কথা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, আদানির বিরুদ্ধে প্রধানমন্ত্রী কোন তদন্ত করতেই পারবেন না। কারণ সেই তদন্তের রিপোর্ট যদি একবার ফাঁস হয় তাহলে ক্ষতি গৌতম আদানির নয় বরং অন্য কারুর হবে'। রাহুলের সেই ইঙ্গিত কার দিকে তা বেশ পরিস্কার সকলের কাছেই।

উRল্লেখ্য, আদানি গোষ্ঠীর বিরুদ্ধে নতুন তদন্ত রিপোর্টে অভিযোগ উঠেছে, দেশে কর ফাঁকি দিতে আদানি গোষ্ঠীর টাকা পাচার হচ্ছে মরিশাসে। যার পরিমাণ ১০০ কোটি ডলার। ঘুরপথে সেই টাকা আবার আদানি সংস্থার শেয়ারেই লগ্নি করা হচ্ছে। যার ফলে আরও ফুলে ফেঁপে উঠছে আদানি গোষ্ঠীর শেয়ারদর।