কলকাতা: নভেম্বরের প্রথম দিনেই মুদ্রাস্ফীতির ধাক্কা। সরকারি তেল কোম্পানিগুলো গ্যাস সিলিন্ডারের (এলপিজি সিলিন্ডারের দাম) দাম বাড়িয়েছে। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (Commercial LPG Cylinders) দাম বেড়েছে ১০১.৫০ টাকা। উৎসবের মরশুমে গ্যাস সিলিন্ডারের দাম বাড়ায় হতবাক গ্রাহকরা। এদিকে এটিএফ অর্থাৎ বিমান জ্বালানির দাম কমানো হয়েছে, এর দাম কমিয়ে ১০৭৪/KL করা হয়েছে।
১৯ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কলকাতায় এখন ১৯৪৩ টাকা হয়েছে। দিল্লিতে ১৮৩৩ টাকা। মুম্বইয়ে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার পাওয়া যাবে ১৭৮৫.৫০ টাকায়। চেন্নাইতে দাম হয়েছে ১৯৯৯.৫০ টাকা।
দেখুন
VIDEO | The price of commercial LPG cylinders has been hiked by Rs 101.50 across the country, effective immediately.
Now a 19kg commercial LPG cylinder will cost Rs 1,785.50 in Mumbai, the cheapest among the four metros. The price in Chennai will be the dearest, at Rs 1,999.50.… pic.twitter.com/BTGuw1XLaT
— Press Trust of India (@PTI_News) November 1, 2023
উল্লেখ্য, রান্নার এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।