নয়াদিল্লি: কর্নাটকে কলেজ ক্যাম্পাসে কংগ্রেস নেতার মেয়েক কুপিয়ে খুনের অভিযোগ। হুব্বালি (Hubballi) কলেজের ২৪ বছর বয়সী ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।পুলিশ সূত্রে খবর, হত্যার পর অভিযুক্ত ক্যাম্পাস থেকে পালিয়ে যায়। ভুক্তভোগী নেহাকে দ্রুত KIMS হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন । কর্নাটকের কেএলই টেকনোলজিক্যাল বিশ্ববিদ্য়ালয়ে কম্পিউটার অ্যাপ্লিকেশনের স্নাতকোত্তরের (MCA) প্রথম বর্ষে পড়তেন তিনি। পুলিশ দ্রুত তদন্ত শুরু করে বেলগাভি জেলার সৌদাত্তি থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে।
আরও পড়ুন: Lok Sabha Elections 2024: ইম্ফলে ভোটকেন্দ্রে ভেঙে পড়ে রয়েছে ইভিএম, প্রথম দফাতেই বিশৃঙ্খলা
সূত্রে খবর, ফায়াজ নামে অভিযুক্ত নেহার কলেজের সিনিয়র ছাত্র। ফায়াজ নেহাকে প্রস্তাব দিলে নেহা তা প্রত্যাখ্যান করেন। এরপর অভিযুক্ত কলেজ ক্যাম্পাসের মধ্য়েই কংগ্রেস নেতার মেয়ে নেহাকে কুপিয়ে খুন করে।
হুব্বালি ধরওয়াদের পুলিশ কমিশনার বলেছেন, ‘এই মামলায় এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং অভিযুক্তকেও বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। মামলাটি গুরুতর এবং আমরা তদন্ত করছি, তদন্তের পর সবকিছু প্রকাশ করা হবে।
দেখুন ভিডিও
#WATCH | Karnataka: On a college student hacked to death in Hubballi campus, Renuka Sukumar, Hubballi- Dharwad Police Commissioner says "FIR has been registered in this case and the accused was also secured within an hour. He has been sent to judicial custody. It is a very… pic.twitter.com/XIM1uhj3tI
— ANI (@ANI) April 19, 2024