Representative Image (Photo Credit: Pixabay)

নয়াদিল্লিঃ তামিলনাড়ুর (Tamil Nadu) কোয়েম্বাটুরে (Coimbatore) চাঞ্চল্যকর ঘটনা। এমবিএ (MBA)পড়ুয়াকে গাড়ি থেকে জোর করে নামিয়ে গণধর্ষণের অভিযোগ তিন ব্যক্তির বিরুদ্ধে। তরুণীকে ব্যাপক মারধর করা হয় বলেও অভিযোগ। জানা গিয়েছে, রবিবার রাতে বিমানবন্দরের কাছে নিজের পুরুষ বন্ধুর সঙ্গে গাড়িতে বসে গল্প করছিলেন ওই তরুণী। সেখানেই বাইকে চেপে আসে তিন দুষ্কৃতী। তরুণীর বন্ধুকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করে তরুণীকে গাড়ি থেকে টেনে বের করে নিয়ে পালায় তারা। এরপর কয়েক কিলোমিটার দূরে নিয়ে গিয়ে একটি বেসরকারি কলেজের কাছে নির্জন জায়গায় নিয়ে গিয়ে তরুণীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। তরুণীকে বিবস্ত্র করে সেখানেই ফেলে পালায় অভিযুক্তরা।

তামিলনাড়ুতে গণধর্ষণের ঘটনা

তরুণীর আহত বন্ধু পুলিশকে খবর দিলে শুরু হয় তদন্ত। এরপরই ওই নির্জন এলাকা থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় ওই তরুণীকে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। অন্যদিকে অভিযুক্তদের হন্যে হয়ে খুঁজছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। অন্যদিকে নির্যাতিতার শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে।

গাড়ি থেকে বের করে পড়ূয়াকে গণধর্ষণ