নয়াদিল্লিঃ হোটেলের (Hotel) বাথরুমে জ্ঞান হারালেন যুবক। নেপথ্যে কোবরা(Cobra)। হ্যাঁ, বাথরুমের ভিতর ফোঁস, ফোঁস শব্দ শুনে প্রথমে বুঝে উঠেত পারেননি কীসের আওয়াজ। কিন্তু কয়েক সেকন্ড পরই ঘটল বিপত্তি। কমোডে উঁকি দিতেই দেখলেন বসে রয়েছে কালো কুচকুচে কোবরা। কোমড বন্ধ পরে বেরিয়ে আসতে গিয়ে জ্ঞান হারান ওই ব্যক্তি।
বাথরুমে ফোঁস কোবরার, কোমড খুলতেই অজ্ঞান যুবক
জানা গিয়েছে,ঘটনাটি ঘটেছে রাজস্থানের আজমেরের পুষ্করের একটি হোটেলে। এই হাড়হিম করা ঘটনার শিকার হন এক পর্যটক। খবরটি জানাজানি হতেই সঙ্গে সঙ্গে কোবরা টিমকে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। এরপর বহু চেষ্টার পর সাপটিকে উদ্ধার করা হয়।
হোটেল সূত্রে খবর, হোটেলের তিনতলার ঘরের বাথরুম থেকে উদ্ধার করা হয় পাঁচ ফুট লম্বা সাপটিকে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই হাড়হিম মুহূর্তের ভিডিয়ো। যা দেখে রীতিমতো আতঙ্কে নেটিজেনদের একাংশ। স্বাভাবিকভাবেই এই ঘটনা নাড়িয়ে দিয়েছে সকলকে। ভাইরাল ভিডিয়োর তলায় কেউ কেউ লিখেছেন, "এরপর হোটেলের বাথরুম ব্যবহার করতে ভয় লাগবে।" কেউ আবার বলছেন, "ওই পরজটকের জায়গায় নিজেকে ভাবলে বুক কেঁপে উঠছে।"
বাথরুমে ফোঁস ফোঁস শব্দ, কোমড খুলতেই উঁকি দিল বিষধর কোবরা, ভাইরাল ভিডিয়ো
Tourists in Ajmer, Rajasthan, faced a terrifying moment when a 5-foot cobra was spotted inside a hotel toilet.
Panic spread quickly, but authorities acted fast. A forest rescue team safely captured the snake and later released it into the wild.
The viral incident is a stark… pic.twitter.com/ILICyYDYgt
— World News: Breaking News (@worldnewsappx) September 23, 2025