বাজেয়াপ্ত বিপুল পরিমাণ মাদক (ছবিঃX@Indian Coast Guard)

নয়াদিল্লিঃ আরব সাগরে (Arabian Sea) সক্রিয় মাদক (Drug) চক্র। মাছ (Fish)ধরার নৌকা (Boat) থেকে উদ্ধার ৩০০ কেজি মেথামফেটামিন। যার আনুমানিক বাজারমূল্য ১৮০০ কোটি টাকা। গত শনিবার রাতে ওই নৌকায় তল্লাশি অভিযান চালায় গুজরাট অ্যান্টি-টেররিজম স্কোয়াড(এটিএস) এবং ভারতীয় উপকূল রক্ষী বাহিনী (Coast Guard)। আর এই যৌথ অভিযানেই উদ্ধার হয় বিপুল পরিমাণ মাদক।

আরব সাগর থেকে উদ্ধার ৩০০ কেজি মাদক

জানা গিয়েছে, আরব সাগরে যে আন্তর্জাতিক সামুদ্রিক সীমারেখা রয়েছে তার ভারতীয় সীমার অর্ধ মাইলের মধ্যে ঢুকে পড়েছিল নৌকাটি। এরপরই তাতে তল্লাশি চালানো হয়। নৌকাটি পাকিস্তানের দিক থেকে ভারতের দিকে আসছিল বলে অনুমান। যৌথ বাহিনীর উপস্থিতি আঁচ পেয়ে ওই ৩০০ কেজি মাদক রেখে পাকিস্তানের জলসীমার দিকে পালায় পাচারকারীরা। ইতিমধ্যেই গোটা ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছে গুজরাট অ্যান্টি-টেররিজম স্কোয়াড। কোথা থেকে আনা হয় এই বিপুল পরিমাণ মাদক? এই চক্রের সঙ্গে কারা জড়িত? খতিয়ে দেখা হচ্ছে একাধিক বিষয়। অন্যদিকে এই যৌথ অভিযানের প্রশংসা করেছেন গুজরাটের পুলিশমন্ত্রী হর্ষ সাংভি। এই অভিযান নিয়ে এক্স হ্যান্ডেলে মন্ত্রী লেখেন, "মাদক পাচারের বিরুদ্ধে টিএস ও উপকূলরক্ষী বাহিনীর এই সাফল্য প্রশংসনীয়। আগেও এই ধরনের অভিযানে সাফল্য পেয়েছেন তাঁরা।" প্রসঙ্গত, পরিসংখ্যান বলছে, বিগত কয়েক বছরে মোট ১৩ টি অভিযান সফল হয়েছে ও উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদক।

মাছ ধরার নৌকোতে তল্লাশি, উদ্ধার ১৮০০ কোটি টাকার মাদক