লাইনচ্যুত শালিমার-সম্বলপুর এক্সপ্রেস (ছবিঃX)

নয়াদিল্লিঃ ওড়িশায় (Odisha) ফের রেল দুর্ঘটনা (Rail Accident) লাইনচ্যুত শালিমার-সম্বলপুর এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে যায়  জেনারেল কোচের পিছনের ট্রলিটি লাইনচ্যুত হয়ে যায়তবে বড়সড় ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের উচ্চপদস্থ কর্তারা স্বাভাবিকভাবেই আতঙ্কে যাত্রীরা। এই দুর্ঘটনার পরেই তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

ফের দুর্ঘটনার কবলে দূরপাল্লার ট্রেন

সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে আচমকাই দুর্ঘটনার কবলে পড়ে শালিমার-সম্বলপুর এক্সপ্রেস। ইস্ট-কোস্ট রেলের কর্মকর্তাদের মতে, সকাল ৯:১৮ নাগাদ ট্রেনটি সম্বলপুর সিটি স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।  লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটির  জেনারেল কোচের পিছনের ২০৮৩১ নম্বর বগি দুর্ঘটনার আঁচ পেয়েই ট্রেন থামিয়ে দেন চালক গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে মত রেলের বিশেষজ্ঞদের এই দুর্ঘটনার জেরে আপাতত সম্বলপুর শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে রেলের তরফে

দেশে ফের রেল দুর্ঘটনা, লাইনচ্যুত শালিমার-সম্বলপুর এক্সপ্রেস