নয়াদিল্লিঃ সামনেই বিহারের বিধানসভা নির্বাচন (Bihar Assembly Election 2025)। আর ভোটের আগে এবার মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের(CM Nitish Kumar)। নির্বাচনের আগে বিহারের প্রতিটি পরিবারকে বিনামূল্যে মাসে ১২৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ দেওয়ার কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর। আগামী ১ অগস্ট থেকেই বিনামূল্যে এই পরিষেবা দেওয়া হবে জানানো হয়েছে সরকারের তরফে।
ভোটের আগে বিহারে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের কথা ঘোষণা
এদিন সোশ্যাল মিডিয়ায় বিহারের মুখ্যমন্ত্রী বলেন, "প্রথম দিন থেকেই বিহারের মানুষদের আমরা সুলভ মূল্যে বিদ্যুৎ সরবরাহ করে আসছি। আগামী ১ অগস্ট থেকে সমস্ত পরিবারকে ১২৫ ইউনিট বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই ১২৫ ইউনিট বিদ্যুতের জন্য কাউকে কোনও টাকা দিতে হবে না।"এছাড়া তাপবিদ্যুতের পাশাপাশি সৌরবিদ্যুৎ উৎপাদনের দিকে নজর দেওয়ার কথা শোনা গিয়েছে নীতীশের মুখে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী জানান, 'কুটির জ্যোতি যোজনা' প্রকল্পের আওতায় কোনও দরিদ্র পরিবার যদি বাড়িতে সৌর প্যানেল বসায় তবে তার খরচ বহন করবে সরকার। আগামী তিন বছরে বিহারে মোট ১০ হাজার মেগাওয়াট সৌরশক্তি উৎপাদন হবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, আগামী নভেম্বর মাসেই বিহারে বিধানসভা নির্বাচন। আর তার আগে গদি টিকিয়ে রাখতে কাধিক জনমুখী প্রকল্পের ঘোষণা করছেন নীতীশ কুমার। সম্প্রতি সরকারি চাকরিতে রাজ্যের মহিলাদের জন্য ৩৫ শতাংশ আসন সংরক্ষণের কথা ঘোষণা করেন তিনি। শুধু তাই নয়, বিহারের প্রবীণ নাগরিক, বিধবা মহিলা ও বিশেষভাবে সক্ষম নাগরিকদের সামাজিক নিরাপত্তা পেনশন প্রকল্পের কথাও ঘোষণা করা হয়েছে সরকারের তরফে। তাঁদের জন্য বরাদ্দ ভাতা বাড়িয়ে ১১০০ টাকা করা হয়েছে।
গদি টেকাতে বিহারে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের কথা ঘোষণা নীতীশ কুমারের
CM Nitish Kumar announces free electricity for up to 125 units ahead of Bihar polls
Read @ANI Story | https://t.co/E9rC9PDFXL#NitishKumar #freeelectricity #Biharpolls pic.twitter.com/iR7EeBRjR8
— ANI Digital (@ani_digital) July 17, 2025