দুর্গাপুরে গণধর্ষণকাণ্ড (Durgapur Gang Rape Case) নিয়ে রবিবার সকালে প্রতিক্রিয়া দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযুক্তদের কড়া শাস্তি পক্ষে মন্তব্য করার পাশাপাশি বেসরকারি কলেজে নিরাপত্তার অভাব ছিল বলেও দাবি করেন তিনি। এরমাঝেই মহিলাদের রাতে না বেরোনোর মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। যা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে উঠেছে সমালোচনার ঝড়। তিনি বক্তব্য চলাকালিন বলেছিলেন, বেসরকারি কলেজের হোস্টেলে আসা যাওয়া নিয়ে কড়া নির্দেশিকা থাকে। তবে এক্ষেত্রে সেই নিয়ম পালন হয়নি, এত রাতে কীভাবে একটি মহিলা পড়ুয়া ক্যাম্পাস থেকে বেরোলো সেই নিয়ে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে বেশি রাতে না বেরোনোর কথাও তিনি বলেন।
ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা তৃণমূলের
তাঁর এই মন্তব্য মুহূর্তের মধ্যেই সর্বত্র ছড়িয়ে পড়ে। বিজেপি সহ বিরোধী দলগুলি এই নিয়ে কড়া সমালোচনা করেছেন। এমনকী মন্তব্য করতে ছাড়েননি নির্যাতিতার বাবা। তিনি বলেন, এই রাজ্যে কোনও আইনকানুন বলে কিছু নেই। দলের লোক হলেও অপরাধীরা শাস্তি না পেয়ে বেরিয়ে আসে। যদি মুথ্যমন্ত্রী সঠিকভাবে কাজ না করতে পারে, তাহলে তাঁর অবিলম্বে পদত্যাগ করা উচিত। এমনকী তিনি তাঁর মেয়েকে এই রাজ্যে আর পড়াবেন না বলেও জানিয়েছেন। অন্যদিকে শাসক দল তৃণমূল অবশ্য ইতিমধ্যেই ড্যামেজ কন্ট্রোল করতে মাঠে নেমে পড়েছে।
দেখুন মুখ্যমন্ত্রীর বক্তব্য
Alipurduar | On her statement that women should not be allowed to go out at night, West Bengal Chief Minister Mamata Banerjee clarifies, "The media distorted my words. You ask me a question, I answer it, and then you distort it. Do not try this kind of politics..." https://t.co/6aGsFXr9Oa pic.twitter.com/0mvOW2G7UC
— ANI (@ANI) October 12, 2025
কী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
এবার এই নিয়ে মুখ খুললেন স্বয়ং মুখ্যমন্ত্রী। বর্তমানে তিনি উত্তরবঙ্গে রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মিডিয়া আমার কথাকে বিকৃত করেছে। তাঁরা আমাকে প্রশ্ন করেছে, আমি শুধু সেটারই উত্তর দিয়েছি, আর তারপরে সেই মন্তব্য বিকৃত করা হচ্ছে। এই ধরণের রাজনীতি করার চেষ্টা আমার সঙ্গে না করাই ভালো”।