Representative Image (Photo Credit- Pixabay)

ইন্দোর: মধ্যপ্রদেশের ইন্দোরের একটি স্কুলে দুই পড়ুয়ার মধ্যে বিবাদ থেকে চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল। বিবাদ এতটাই বেড়ে যায় যে এক শিশু অন্য শিশুকে রাউন্ডার দিয়ে আঘাত করে আহত করে। শিশুটির শরীরে ১০৬ বার রাউন্ডার দিয়ে আঘাত করা হয়। আহত শিশুটি বাড়িতে পৌঁছে বিষয়টি তার পরিবারকে জানায়। ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতি প্রকাশ্যে এসেছে। ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর পরিবারের সদস্য থানায় অভিযোগ দায়ের করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পুলিশ শিশুটির মেডিকেল রিপোর্ট হাতে পাওয়ার পর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। আরও পড়ুন: FB Friend Rapes 17-Year-Old Girl: ফেসবুকে পরিচয়, দেখা করার নামে ২ বন্ধুকে এনে যুবকের গণধর্ষণ কিশোরীকে