ভোপাল: রামনবমীর (Ram Navami) দিন প্রতিবেশীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছিল। এর জেরে ক্লাস এইটের এক পড়ুয়াকে ২.৯ লক্ষ টাকা জরিমানা (fine) দেওয়ার নির্দেশ দিল প্রশাসন। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) খারগণে (Khargone) এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এবছর রামনবমীর দিন মধ্যপ্রদেশের খারগণে এলাকায় দুই সম্প্রদায়ের কিছু মানুষের মধ্যে গণ্ডগোল হয়। সেসময় ১২ বছরের ওই ক্লাস এইটের পড়ুয়া ও তার বাবা প্রতিবেশীদের বাড়িতে ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে। এই বিষয়ে তাদের এক প্রতিবেশী মহিলা ও অন্যান্য প্রতিবেশীরা স্থানীয় প্রশাসনের দ্বারস্থও হয়। তাঁদের অভিযোগ ছিল, রামনবমীর দিন ওই পড়ুয়া ও তার বাবা অন্যদের সঙ্গে তাঁদের বাড়িতে চড়াও হয়ে লুটপাট করে। ভাঙচুর চালায়। এর ভিত্তিতেই স্থানীয় প্রশাসনের তরফে ছেলেটির বিরুদ্ধে একটি নোটিস জারি করা হয়েছে। তাতে ১২ বছরের ওই নাবালককে ২.৯ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর তার বাবার জরিমানা হয়েছে ৪.৮ লক্ষ টাকা।
এপ্রসঙ্গে ওই নাবালকের বাবা কালু খান জানান, আমার ছেলে নাবালক ও কোথা থেকে এত টাকা জরিমানা দেবে? আমিও শ্রমিকের (labourer) কাজ করি। তাই কোথা থেকে এত টাকা জোগাড় করব তা ভেবে পাচ্ছি না। ভয় হচ্ছে জরিমানা না দিতে পারলে জেল না হয়। তাছাড়া যখন সংঘর্ষ ঘটেছিল তখন আমরা বাড়িতে ঘুমোচ্ছিলাম। আমরা সুবিচার চাই।
সূত্রের খবর, প্রিভেনশন অ্যান্ড রিকভার অফ ড্যামেজেস টু পাবলিক প্রপার্টি অ্যাক্টের ( Prevention and Recover of Damages to Public Property Act) অন্তর্গত ট্রাইবুনালের (Tribunal) নির্দেশে ওই জরিমানার নোটিস জারি করেছে খারগণে প্রশাসন। এই আইন অনুযায়ী, কোনও বিক্ষোভ (protests), ধর্মঘট (strikes) ও হিংসার (violence) ঘটনায় ব্যক্তিগত ও সরকারি সম্পত্তির ক্ষতি হলে, তার জন্য দোষী ব্যক্তিদের কাছ থেকে জরিমানা নেওয়ার নিয়ম রয়েছে।