Representational Image (Photo Credit: X)

নয়াদিল্লিঃ স্কুলের (School) মধ্যে রক্তারক্তি। ক্লাসরুমের (Classroom) মধ্যে সহপাঠীর হাতে খুন দ্বাদশ শ্রেণির পড়ুয়া। সামান্য বিবাদের জেরে খুন বলে খবর। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের একটি বেসরকারি স্কুলে। পুলিশ সূত্রে খবর, মৃত পড়ূয়া উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। বুধবার স্কুলের মধ্যেই এক সহপাঠীর সঙ্গে বিবাদে জড়ায় সে। বাকি সহপাঠীরা তাদের আটনাকোর চেষ্টা করেও সফল হয়নি তারা। চরমে পৌঁছয় বচসা। এরপরই ব্যাগ থেকে ছুরি বের করে পড়ুয়ার দিকে তেড়ে আসে তার সহপাঠী। সকলের সামনে কুপিয়ে খুন করা হয় তাকে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। অন্যদিকে এই ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। তার ঘনিষ্ট এক নাবালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। মৃত পড়ুয়ার পরিবারের দাবি, বিগত কয়েকদিন ধরেই অস্থির ছিল ওই পড়ুয়া। কোনও সহপাঠী তাকে হুমকি দিচ্ছিল বলে আঁচ পেয়েছিলেন তার মা। ঠিক কী কারণে খুন? তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে ফরেন্সিক দল।

ক্লাসরুমে রক্তারক্তি, সহপাঠীকে কুপিয়ে খুন নাবালকের