ইটানগর: অরুণাচল প্রদেশের পাবলিক সার্ভিস কমিশনের (Arunachal Pradesh Public Service Commission) পরীক্ষায় প্রশ্ন ফাঁসের (paper leak) অভিযোগ উঠেছে। শুক্রবার এই বিষয়ে প্রতিবাদ জানাতে অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) রাজধানী ইটানগরে (Itanagar) জড়ো হয়েছিলেন অনেক মানুষ। প্রথমে শান্তিপূর্ণভাবে সবকিছু চললেও পরে ঘটনাস্থলে উপস্থিত নিরাপত্তা বাহিনীর সদস্যদের (security personnel) সঙ্গে তুমুল ঝামেলা শুরু হয় বিক্ষোভকারীদের (protesters)। এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই সমালোচনার ঝড় উঠেছে।
সংবাদ সংস্থা এএনআইয়ের টুইটার পেজে পোস্ট করা ১ মিনিট ১৪ সেকেন্ডের ভিডিয়োতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রতিবাদীদের তাড়া করতে দেখা যাচ্ছে। কাঁদানে গ্যাস ছোঁড়ার পাশাপাশি কোনও কোনও নিরাপত্তা কর্মীকে পাথর ছুঁড়তেও দেখা যাচ্ছে।
দেখুন ভিডিয়ো:
#WATCH | Arunachal Pradesh: A clash broke out between security personnel and protesters in Itanagar during a protest over Arunachal Pradesh Public Service Commission (APPSC) paper leak case. pic.twitter.com/dSY50L3Rdt
— ANI (@ANI) February 17, 2023
পরে পরিস্থিতির অবনতি হলে ইটানগরে শুক্রবার মধ্যরাত পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয় প্রশাসনের তরফে।
Arunachal Pradesh | Section 144 of CrPC has been imposed in the Itanagar capital region since midnight pertaining to protests over Arunachal Pradesh Public Service Commission (APPSC) paper leak case. https://t.co/sNBf5sjIlX
— ANI (@ANI) February 17, 2023