নয়াদিল্লি: অযোধ্যা এবং বাবরি মসজিদ (Ayodhya-Babri Masjid) বিতর্কিত মামলায় ঐতিহাসিক রায় দেওয়া হয়েছিল ২০১৯ সালে ৯ নভেম্বর। ভারতের তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ অযোধ্যা নিয়ে ঐতিহাসিক রায় দেন। এই পাঁচ বিচারপতির বেঞ্চে বর্তমান প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ও (CJI DY Chandrachud) ছিলেন। সম্প্রতি প্রধান বিচারপতি বলেছেন, তিনি যখন এই মামলায় সিদ্ধান্ত নিতে পারছিলেন না, তখন তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন পথ দেখাতে । রবিবার প্রধান বিচারপতি বলেন, ‘রাম মন্দির ও বাবরি মসজিদ নিয়ে বিরোধের সময় আমি এই মামলার নিষ্পত্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম। তিনি আরও বলেন, বিশ্বাস থাকলে ঈশ্বর অবশ্যই পথ দেখান।’
বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় রবিবার মহারাষ্ট্রের কানহেরসারে জনগণকে ভাষণ দিচ্ছিলেন, সে সময় তিনি বলেন, প্রায়শই আমাদের কাছে এমন কিছু মামলা আসে যেগুলোতে আমরা কোনও সমাধানে পৌঁছাতে পারি না এবং সিদ্ধান্ত নিতে পারি না। অযোধ্যার সময় (রাম জন্মভূমি-বাবরি মসজিদ বিরোধ) এমনই কিছু ঘটেছিল। চন্দ্রচূড় বলেন, তিন মাস ধরে এই মামলা আমার সামনে ছিল। এই মামলায় তিনি কীভাবে সিদ্ধান্তে পৌঁছেছেন তা ব্যাখ্যা করে সিজেআই বলেন, 'আমি ঈশ্বরের সামনে বসে তাঁকে বলেছিলাম যে আপনাকে এই মামলার সমাধান করতে হবে।' দেখুন-
Prayed To God To Find A Solution To Ayodhya-Babri Masjid Dispute : CJI DY Chandrachud#CJIDYChandrachud https://t.co/MAGqTuh4mv
— Live Law (@LiveLawIndia) October 21, 2024