নয়াদিল্লি: আর কিছুক্ষণের মধ্যেই আইসিএসই এবং আইএসসি পরীক্ষার ফলপ্রকাশ হবে। ১১ টার পর থেকেই বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.cisce.org এবং results.cisce.org-এ আইসিএসই এবং আইএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে পাবেন পড়ুয়ারা। এছাড়াও DigiLocker মোবাইল অ্য়াপের মাধ্যমে ফল দেখতে পাবেন।
আরও পড়ুন: Lok Sabha Elections 2024: প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে বর্ধমানে মমতার পদযাত্রা, নামল জনজোয়ার
অনলাইনে রেজাল্ট দেখতে প্রথমে ওয়েবসাইটে লগ ইন করতে হবে। সেখানে ICSE ও ISC-র রেজাল্টের লিঙ্ক খুলবে পেজে আইডি, ইনডেক্স নম্বর ও সিকিউরিটি কোড দিলেই পরীক্ষার রেজাল্ট দেখা যাবে।