সঙ্গীত জগতে শোকের ছায়া। সিঙ্গাপুরে (Singapore) অস্বাভাবিক মৃত্যু জনপ্রিয় গায়ক সুরকার জুবিন গর্গের(Zubeen Garg) এবার এই ঘটনায় জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে পুলিশের কাছে দায়ের হল এফআইআর। শুধুমাত্র গায়কের ম্যানেজারই নন, সিঙ্গাপুরের উত্তর পূর্ব ভারত উৎসবের আয়োজক শ্যামকানু মহন্তের বিরুদ্ধেও এফআইআর দায়ের হয়েছে বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এই বিষয়ে অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কীভাবে জুবিনের মৃত্যু হল তা খতিয়ে দেখার জন্য অসম পুলিশকে মামলাটি সিআইডির হাতে হস্তান্তরের নির্দেশ দিয়েছে অসম সরকার। শনিবার রাতে সিঙ্গাপুর থেকে জুবিনের দেহ এসে পৌঁছয় দিল্লি। সেখান থেকে প্রিয় গায়কের মরদেহ গুয়াহাটিতে নিয়ে আসেন মুখ্যমন্ত্রী। রবিবার ভোররাতে গুয়াহাটির বাড়িতে শেষবারের জন্য নিয়ে আসা হয় সঙ্গীতশিল্পীকে। সেখানেই চোখের জলে তাঁকে বিদায় জানান অনুরাগীরা।
জুবিনের মৃত্যুর তদন্তে সিআইডি হস্তক্ষেপের দাবি অসমের মুখ্যমন্ত্রীর
উল্লেখ্য, নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালে পারফর্ম করতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন। শুক্রবার সিঙ্গাপুরের একটি ইয়টে ঘুরছিলেন অসমের আইকন। সেই সময় স্কুবা ডাইভিংয়ের জন্য সমুদ্রে ঝাঁপ দেন জুবিন। তারপরই তাঁর মৃত্যু হয় বলে খবর। ইতিমধ্যেই তাঁর মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে শিল্পীর মৃত্যুর আগে মুহূর্ত। সকলের সঙ্গে মিলে খোশমেজাজে সমুদ্রে ঝাঁপ দিতে দেখা যায় তাঁকে। কিন্তু সেখান থেকে আর ফেরা হয়নি তাঁর। ঘরের ছেলেকে হারিয়ে গোটা অসমজুড়ে শোকের ছায়া। তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে অসমে।
সঙ্গীত শিল্পী জুবিনের মৃত্যু ঘিরে ধোঁয়াশা, ম্যানেজার ও আয়োজকের বিরুদ্ধে এফআইয়ার, সিআইডি তদন্তের দাবি মুখ্যমন্ত্রীর
CID To Probe Zubeen Garg's Death After FIRs Against Manager, Singapore Fest Organiser@osamashaab @ratnadipc pic.twitter.com/bb9j2vDEOx
— NDTV (@ndtv) September 20, 2025