সিসিটিভি ফুটেজ (ছবিঃX)

নয়াদিল্লিঃ তিন বছরের ছেলেকে নিয়ে বাড়ি ফিরছিলেন। বাইক (Bike) থেকে নেমে বাড়ির গেট দিয়ে ঢুকতে গিয়েই ঘটে গেল রোমহর্ষক ঘটনা। চোখের নিমেষে সন্তানকে ছিনিয়ে গাড়িতে উঠিয়ে নিয়ে পালাল অপহরণকারী। আটকানোর চেষ্টা করলে ওই ব্যক্তির চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর ভেলোর জেলায়। দিবালোকে শিশুকে অপহরণের এমন ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। সিসিটিভিতে ধরা পড়েছে গোটা ঘটনাটি। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, অপহৃত শিশুর বাবার নাম যোগেশ। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। গুডিয়াথামের কামাচি আম্মানপেট্টাইয়ের পাভালা স্ট্রিটের বাসিন্দা তাঁরা। ওই এলাকাতেই এই ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে,যোগেশের বাড়ির সামনে আগে থেকেই দাঁড়িয়েছিল ওই গাড়িটি। আর গাড়ির পাশে লুকিয়েছিলেন এক ব্যক্তি। তাঁর মাথায় হেলমেট। বাইক থেকে নেমে ছেলেকে নিয়ে বাড়িতে ঢুকতে গেলেই অপহরণকারী ছুটে এসে শিশুটিকে তুলে নিয়ে দৌড় দেন। চলন্ত গাড়ির পিছনে ছোটেন বাবা যোগেশ। গাড়িটি তাঁকে খানিকটা টেনে হিঁচড়েও নিয়ে যায়। এরপর তাঁর চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে শিশুটিকে নিয়ে পালায় অপহরণকারীরা।

 বাবার চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ৩ বছরের শিশুকে নিয়ে পালাল অপহরণকারীরা