নয়াদিল্লিঃ এবার রসায়নে এমফিল পাশ করা যুবকের বিরুদ্ধে গয়নার দোকানে ডাকাতির অভিযোগ। ঘটনাটি ঘটেছে দিল্লিতে। পুলিশ সূত্রে খবর,অভিযুক্তের নাম দীপ শুভম। বয়স আনুমানিক ৩২। বিহারের সীতামঢ়ীর বাসিন্দা। কিন্তু বর্তমানে হরিয়ানার সোহনায় থাকছিল সে। শনিবার সোহনার হরিনগর এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। পুলিশের দাবি, দু'টি ডাকাতির ঘটনার সঙ্গে যোগ রয়েছে তার। পুলিশ সূত্রে খবর, ডাকাতির সময় ধোঁয়াশা বোমা বা স্মোক বোম্ব তৈরি করতে রসায়ন বিদ্যাকে কাজে লাগাত তিনি। জানা গিয়েছে, দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে বিএসসি অনার্স, এমএসসি ও এমফিল পাশ করেছেন তিনি। এছাড়া বিশাখাপত্তনম থেকে আইন নিয়েও পড়াশোনা করেছেন তিনি।
পুলিশ জানিয়েছে, ২০১১ সালে গুজরালওয়ালা এলাকার দু'টি দোকানে সশস্ত্র ডাকাতির ছকের সঙ্গে যোগ রয়েছে তার। সেবার ৬ লক্ষ টাকার বেশি নগদ এবং মোবাইল ফোন লুটের অভিযোগ ওঠে। সেই মামলায় গ্রেফতারও করা হয় তাকে। এরপর জামিন পাওয়ার পরই ফের নিজের ছন্দে ফেরে সে। একের পর এক ডেরা বদল করে ডাকাতির ছক কষতে থাকে সে। তার বিরুদ্ধে একাধিক মামলা রুজু হয়। এরপর তার হদিশ পেয়ে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
রসায়নে এমফিল, বিদ্যাকে কাজে লাগিয়ে লাগাতার ডাকাতি, অবশেষে গ্রেফতার 'উচ্চশিক্ষিত' ডাকাত
The accused completed BSc (Hons), MSc and MPhil in Chemistry from the Delhi University and used his science knowledge to conduct robbery.#Science #Robbery #India https://t.co/2xUiVVDbBo
— News18 (@CNNnews18) October 12, 2025