নয়াদিল্লিঃ ১৮ বছরের খরা কেটেছে। অবশেষে আইপিএলের (IPL) সোনালী ট্রফি ঘরে তুলেছে বেঙ্গালুরু। আর সেই খুশিতে বাঁধভাঙা উদযাপন। এদিন বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের ভিতরে যখন আনন্দ উদযাপনে মেতেছেন বিরাট কোহলিরা তখন স্টেডিয়ামের বাইরে হাহাকার। প্রবল ধাক্কাধাক্কিতে পদপিষ্ট (Bengaluru Stampede ) হয়ে মৃত্যু হয় ১১ জনের। আহত কমপক্ষে ৫০ জন। বাইরে পদপিষ্টের ঘটনার পরও স্টেডিয়ামের ভিতরের উল্লাস থামেনি। খোদ বেঙ্গালুরুর মতো শহরে এই ধরনের ঘটনা ঘটল কীভাবে? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। আর এবার এই পদপিষ্টের ঘটনায় মুখ খুললেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। উল্লেখ্য, আনন্দ উদযাপনের সময় স্টেডিয়ামে উপস্থিত ছিলেন তিনিও।
বেঙ্গালুরুর পদপিষ্টের ঘটনায় কী বলছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী?
এদিন এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "এই ঘটনা নতুন নয়। দেশে এই ধরনের একাধিক ঘটনা ঘটেছে। এমনকী এর থেকে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও সে সব উদাহরণ টেনে সাফাই দিচ্ছি না। যা হওয়ার হয়ে গিয়েছে। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে প্রায় ৫০-৬০ জনের মৃত্যু হয়েছে।" শুধু তাই নয়, পদপিষ্টের ঘটনার দায় এড়াতে সম্পূর্ণ সব অভিযোগ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাঁধে চাপিয়ে দেন মুখ্যমন্ত্রী। তিনি সাফ জানান, স্টেডিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করেছিল ক্রিকেট অ্যাসোসিয়েশন। রাজ্য সরকারের হাতে কিছু ছিল না। রাজ্য শুধু অনুমতি দিয়েছিল। অতিরিক্ত পুলিশ মোতায়েন কওরে সহায়তা করেছিল। এই ঘটনার জন্য উল্টে জনতাকেই দায়ী করছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী, তাঁর কথায়, "বিধান সৌধের কাছে প্রায় ১ লক্ষের বেশি মানুষ জড়ো হয়েছিল। ভাগ্যিস সেখানে কোনও দুর্ঘটনা ঘটেনি। স্টেডিয়ামে ৩৫ হাজার মানুষের বসার জায়গা ছিল। কিন্তু ২-৩ লক্ষ মানুষ এসে হাজির হয়, যা কল্পনার অতীত। এত মানুষ চলে আসলে বসার জায়গা কী করে দেওয়া হবে?"
বেঙ্গালুরুর পদপিষ্টের ঘটনায় 'সাফাই' মুখ্যমন্ত্রীর
"50-60 people died in Kumbh Mela, did I or Karnataka govt criticise?": CM Siddaramaiah on Bengaluru stampede
Read @ANI Story | https://t.co/74XUN9Nlhe#Siddaramaiah #Congress #Stampede #Chinnaswamy pic.twitter.com/5xI2ta81eD
— ANI Digital (@ani_digital) June 4, 2025