
নয়াদিল্লিঃ সব আনন্দ (Joy) উদযাপন এক লহমায় বিষাদে পরিণত হয়েছে। গতকাল অর্থাৎ ৪ জুন বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে আরসিবির সংবর্ধনা অনুষ্ঠান চলাকালীন পদপিষ্ট (Bengaluru Stampede)হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের। আহত হয়েছেন বহু মানুষ। এই ঘটনায় আগেই শোকপ্রকাশ করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। এবার বেঙ্গালুরুরব ঘটনায় মুখ খুললেন অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে বিরাটপত্নী অনুষ্কা লেখেন, "বুধবার বিকেলে চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রচুর দর্শকের জমায়েতের মধ্যে ঘটে যাওয়া ঘটনায় আমি গভীরাভাবে শোকাহত। এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সকলের নিরাপত্তা ও সুস্থতা আমাদের কাছে সবার আগে গুরুত্বপূর্ণ।"
বেঙ্গালুরুর পদপিষ্টের ঘটনায় কী বললেন অনুষ্কা শর্মা?
অন্যদিকে এই ঘটনার ৬ ঘণ্টা পর বিবৃতি দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কর্তৃপক্ষ। ক্ষতিপূরণ ঘোষণা করেছে কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনও।এদিন বিকেলে প্রথমে সেখানকার বিধানসভায় যান বিরাট কোহলিরা। সেখান থেকে হুডখোলা বাসে চেপে চিন্নাস্বামীতে যাওয়ার কথা ছিল দলের। কিন্তু দুপুরেই বেঙ্গালুরু পুলিশ যানজটের আশঙ্কায় প্যারেডের অনুমতি দেয় না। অন্যদিকে এই গোটা ঘটনার দায় ক্রিকেট অ্যাসোসিয়েশনের ঘাড়ে চাপিয়ে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেন, "এই ধরনের ঘটনা নতুন নয়। দেশে এই ধরনের একাধিক ঘটনা ঘটেছে। এমনকী এর থেকে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও সে সব উদাহরণ টেনে সাফাই দিচ্ছি না। যা হওয়ার হয়ে গিয়েছে। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে প্রায় ৫০-৬০ জনের মৃত্যু হয়েছে।"
বেঙ্গালুরুর ঘটনায় শোকপ্রকাশ অনুষ্কা শর্মার
Anushka Sharma heartbroken after stampede outside Chinnaswamy Stadium#RCB #BengaluruStampede #AnushkaSharma pic.twitter.com/tmGdGSfXOD
— The Great India (@thegreatindiav) June 5, 2025