নয়াদিল্লিঃ ছুটির সকালে (Morning) রোদ ঝলমলে আকাশ। তবে কি এবার দুর্যোগ থেকে মুক্তি? আবহাওয়া (Weather) দফতর সূত্রে খবর, রবিবার সকাল থেকে ঝলমলে আকাশ থাকতেও বাংলার সাত জেলায় জারি হলুদ সতর্কতা। আগামী কয়েক ঘণ্টায় বাংলা থেকে বিদায় নেবে বর্ষা। সেই সঙ্গেই বাংলাজুড়ে শুরু হবে শুষ্ক হাওয়ার দাপট। আগামী দু'তিনদিন চলবে এই হাওয়ার দাপট। এর জেরে আবহাওয়ায় বড়সড় বদল লক্ষ করা যাবে। শুধু বাংলা না, ছত্তিশগড়, বিহার ও ঝাড়খণ্ড থেকে বিদায় নেবে বর্ষা।
আজ, রবিবার দিনভর দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি ও দুই মেদিনীপুরে বৃষ্টির দাপট বেশি থাকবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। দক্ষিণ বাংলাদেশের উপরে থাকা ঘূর্ণাবর্তের প্রভাবে শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। ইতিমধ্যেই উত্তরবঙ্গে ভূমিধস ও বন্যার জেরে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে।এখনও নিখোঁজ বহু মানুষ। ধীরে ধীরে কমছে বৃষ্টি। ফলে পরিস্থিতি স্বাভাবিকের দিকে।
ছুটির সকালে রোদ ঝলমলে আকাশ, রবিতেই কি বর্ষামুক্তি? যা জানাল আবহাওয়া দফতর
— IMD Kolkata (@ImdKolkata) October 11, 2025