Kerala Rain Red Alert (Photo Credit: X@BreakingKerala)

কলকাতাঃ উত্তরবঙ্গে (North Bengal) খেলা দেখাচ্ছে বৃষ্টি(Rain)। টানা বৃষ্টিতে (Heavy Rain)ভাসছে পাহাড়। এবার কি দক্ষিণেও ভারী বৃষ্টির আশঙ্কা? মঙ্গলবার কলকাতা-সহ ৯ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। হাওড়া, হুগলী, কলকাতা, দুই চব্বিশ পরগণা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, নদিয়ায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সঙ্গে বইবে দমকা হাওয়া। ঘণ্টায় যার বেগ হতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার।

মঙ্গলে কেমন থাকবে বাংলার আবহাওয়া?

হাওয়া অফিস সূত্রে খবর, আগামিকাল অর্থাৎ বুধবার পর্যন্ত চলবে এই বৃষ্টি। তবে আপাতত বাংলার কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টি হলেও বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। অন্যদিকে দু'দিনের টানা বৃষ্টিতে লণ্ডভণ্ড উত্তরবঙ্গ। তবে আপাতত উত্তরবঙ্গের উপর থেকে হালকা সরেছে দুর্যোগের মেঘ। এখন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে আগামী শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মঙ্গলেও বাংলার আকাশে দুর্যোগের ছায়া? যা জানাল আবহাওয়া দফতর