নয়াদিল্লিঃ দিন কয়েক ধরেই ঊর্ধ্বমুখী সোনার দাম(Gold Price)। রোজ লাফিয়ে বাড়ছে দর। গত সপ্তাহেই ফের লাখের গণ্ডি পেরিয়েছিল সোনার দাম। লক্ষীবারে সর্বকালের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছল সোনার দর। আজ, ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়ে হয়েছে ১০ হাজার ১৩১ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ১ হাজার ৩১০ টাকা। এছাড়া ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১১ হাজার ৫২ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ১০ হাজার ৫১৯ টাকা। ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ৮ হাজার ২৮৯ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৮২ হাজার ৮৯০ টাকা। দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম হয়েছে ১,০৯,০৪০ টাকা। মুম্বইয়ে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১,০৯,২৩০ টাকা। বেঙ্গালুরতে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১,০৯,৩১০ টাকা। সোনার দাম বাড়লেও রুপোর দামে খানিক স্বস্তি মিলেছে। ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ১২ হাজার ৯৯০ টাকা। আর ১ কেজি রুপোর দাম রয়েছে ১ লক্ষ ২৯ হাজার ৯০০ টাকা।
সর্বকালের রেকর্ডে পৌঁছল সোনার দাম, জেনে নিন লক্ষ্মীবারের লেটেস্ট রেট
As of today, 24 karat gold is priced at ₹ 11,051 per gram. 22 karat is priced at ₹ 10,130 per gram. 18 karat is priced at ₹ 8,288 per gram. Track Daily Gold Price Movements Here as well.https://t.co/Su71KuANdq
— India Focus Daily (@indiafocusdaily) September 10, 2025