কালীপুজো (Kali Puja 2025) শেষ হয়ে হেলেও উতসব কিন্তু এখনও বাকি। কাল অর্থাৎ বৃহস্পতিবার ভাইফোঁটা। বাঙালির ঘরে ঘরে ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাদের মঙ্গল কামনা করে থাকেন বোন দিদিরা। চলে মিষ্টিমুখের পালা। আর তার সঙ্গেই থাকে উপহার দেওয়া নেওয়া। কাজের চাপে এখনও ভাইফোঁটার উপহার কেন হয়নি? চটপট দেখে নিন অল্প সময়ের মধ্যে দিদি, বোন বা ভাইদের জন্য কী উপহার কিনবেন।
জামাকাপড়ঃ নতুন জামাকাপড় পরতে কে না ভালবাসেন। তাই ভাইফোঁটার উপহার হিসেবে জামাকাপড় কিনতে পারেন।
বইঃ কথায় বলে বইয়ের থেকে ভাল উপহার আর হয় না। তাও ভাই বা বোনের পছন্দের বই দিতে পারেন।
সুগন্ধীঃ ভাইফোঁটার উপহার হিসেবে পারফিউম দিতেই পারেন।
চকোলেটঃ চকোলেট খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। তাই শেষ মুহূর্তে চকোলেও উপহার দিতে পারেন।
গাছঃ বৃক্ষরোপণের চেয়ে ভাল কিছু হয় না। তাই সবার গাছ লাগানো উচিত। তাই ভাইফোঁটায় গাছের চাড়া দিতে পারেন।