আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস (File Photo)

বন্ধু (Friend) মানে এমন একজন যে আমাদের জীবনের প্রতিটি ধাপে ছায়ার মতো পাশে থাকে সুখ কিংবা দুঃখ সবেতেই যার উপস্থিতি আমাদের আশা জোগায় ভরসা জোগায় আর এই বন্ধুত্বকে উদযাপন করার জন্য প্রত্যেক বছর অগস্ট মাসের প্রথম রবিবারকে বন্ধুত্ব দিবস হিসেবে বেছে নেওয়া হয় উল্লেখ্য, বন্ধুত্ব দিবস প্রথম শুরু হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে এরপর তা ছড়িয়ে পড়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আর ২০১১ সালের ২৭ এপ্রিল, এই দিনটিকে আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস হিসেবে ঘোষণা করে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ।

চলতি বছরের ক্যালেন্ডার অনুযায়ী আজ, অগস্ট আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস (International Friendship Day) আজ, প্রিয় বন্ধুর সঙ্গে কাটানোর দিন তবে ব্যস্ততার কারণে দেখা করে উঠতে না পারেন আজকের দিনে, তবে হাতের কাছে মুঠোফোন তো আছেই মেসেজের মাধ্যমেও বন্ধুকে ভালবাসা উজার করে দিতে পারেন আজকের এই বিশেষ দিনে কী বার্তায় বন্ধুর মুখে হাসি ফোটাবেন? রইল কিছু ধারণা

 বন্ধুত্ব দিবসে প্রিয় বন্ধুকে পাঠিয়ে দিন ভালবাসায় মোড়া কিছু বার্তা