সামনেই কালীপুজো (Kalipuja) অর্থাৎ দীপাবলি। আলোর উৎসবে মেতে উঠবে গোটা দেশ। বাঙালির জীবনে দীপাবলি অন্যতম চমক হল ভাইফোঁটা(Bhaifota ২০২৫)। ঘরে ঘরে পালিত হবে এই ভাইফোঁটা। ধান, দূর্বা, মিষ্টি, রঙবেরঙের উপহারের ডালা সজিয়ে বসবেন দিদি ও বোনেরা। জানেন কি চলতি বছর কবে পড়েছে ভাইফোঁটা? দিনক্ষণের সঙ্গেই জেনে নিন এদিন দাদা-ভাইদের মঙ্গলের জন্য কী কী করা আবশ্যিক।
ভাইফোঁটা কবে?
চলতি বছর ভাইফোঁটার সময় শুরু হবে ২২ অক্টোবর রাত ৮টা ১৬ মিনিটে। শেষ হবে ২৩ অক্টোবর রাত ১০টা ৪৬ মিনিটে। যারা প্রতিপদে ফোঁটা দেন তাঁরা ২২ তারিখ রাত ৮টা ১৬ মিনিটের পর থেকে ভাইফোঁটা দিতে পারেন।
ভাইফোঁটার কিছু নিয়মঃ
- স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন।
- থালায় ধান, দূর্বা, কাজল, চন্দর, দই ও ঘি রাখতেই হবে। সঙ্গে থাকবে মিষ্টি।
- ভাইকে সবসময় পূর্ব দিকে মুখ করে বসান।
- প্রদীপ জ্বালিয়ে ভাইয়ের সামনে রাখুন। দই, চন্দন, মধু ও কাজল দিয়ে ফোঁটা দিন।
- দাদার পায়ে ধান, দূর্বা দিয়ে প্রণাম করুন। ভাইকে মাথায় ধানা, দূর্বা দিয়ে আশীর্বাদ করুন।