কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ তাই কালীপুজো (Kali Puja) মিটতেই এবার ভাইফোঁটার (Bhaifota) পালা কার্তিক শুক্লা দ্বিতীয়া তিথিতে ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে থাকেন দিদি-বোনেরা ২২ না ২৩ অক্টোবর কবে বাংলায় পালিত হবে ভাইফোঁটা? জেনে নিন বিস্তারিত

ভাইফোঁটার শুভ সময় কখন?

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে কার্তিক শুক্লা দ্বিতীয়া তিথি পড়ছে ২২ অক্টোবর রাত তা ১৮ মিনিটে শুরু তিথি শেষ হবে বৃহস্পতিবার রাত ১০টা ৪৭ মিনিটে।

গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে শুক্লা তিথি শুরু হবে সন্ধ্যা টা ১৫ মিনিট সেকন্ডে দ্বিতীয়া তিথি শেষ হবে বৃহস্পতিবার, ৬ কার্তিক রাত ৮টা ১৯ মিনিট ৪ সেকেন্ডে।

এছাড়া উদয়া তিথি অনুসারে ভাইফোঁটা পালিত হবে ২৩ অক্টোবর পুর ১টা ১৫ মিনিট থেকে দুপুর ২টো ১ মিনিট পর্যন্ত। এই সময় ফোঁটা দেওয়াই সবচেয়ে শুভ বলে মনে করা হচ্ছে

ভাইফোঁটার বিশেষ বিধিঃ

ভাইকে উত্তর বা উত্তর পশ্চিম দিকে মুখ করে বসাবেন বোনের মুখ থাকবে উত্তর-পূর্ব বা পূর্ব দিকে।

ভাইফোঁটার থালাতে যেন দূর্বা থাকে ভাইকে মিষ্টিমুখ করাতে ভুলবেন না

এদিন কালো পোশাক না পরাই ভাল শাস্ত্র মতে শুভ কাজে কালো পোশাক এড়িয়ে যাওয়াই ভাল