নয়াদল্লিঃ আজ, ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন(Narendra Modi's Birthday)। এদিন ৭৫-এ পা দিলেন নমো। চলতি বছর কোনও কেক কাটা বা জাঁকজমক নয়, মধ্যপ্রদেশের (Madhya Pradesh) এক বিশাল জনসভায় যোগদানের মাধ্যমে ও প্রতিবন্ধী শিশুদের সঙ্গে সময় কাটিয়েই জন্মদিন উদযাপন করলেন রাষ্ট্রনেতা। দেশের দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার পর থেকে কীভাবে নিজের জন্মদিন কাটান মোদী? অনেকের মনেই এই নিয়ে কৌতূহল রয়েছে। জেনে নিন প্রধানমন্ত্রী হিসেবে কীভাবে প্রতিবছর জন্মদিন উদযাপন করেন মোদী।
২০১৪ সালঃ প্রধানমন্ত্রীর আসনে বসার পর সেবার ছিল মোদীর প্রথম জন্মদিন। সেবার জনসেবার মাধ্যমেই ৬৪তম জন্মদিন কাটান তিনি। মায়ের সঙ্গে দেখা করতে আমেদাবাদ থেকে গান্ধীনগরে যান তিনি। মা হীরাবেনের আশীর্বাদ নেন।
২০২৫ সালঃ সেই বছর প্রতিবন্ধী শিশুদের সঙ্গে জন্মদিন পালন করেন মোদী। সেবার কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের প্রতিবন্ধী শিশুদের সঙ্গে দেখা করেন তিনি।
২০১৬ সালঃ সেবার ব্যক্তিগতভাবে কোনও উদযাপনে মাতেননি প্রধানমন্ত্রী। য় রেলমন্ত্রী সুরেশ প্রভু সুলভ ইন্টারন্যাশনালের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন মাত্র। সেখানে জন্মদিন উপলক্ষে ৫০০ কেজি ওজনের একটি লাড্ডু কাটানো হয় তাঁকে দিয়ে।
২০১৭ সালঃ সেই বছর ১৭ সেপ্টেম্বর জাতির উদ্দেশে সর্দার সরোবর বাঁধ প্রকল্প উৎসর্গ করেন মোদী। এছাড়া দাভোইতে এক বিশাল জনসমাবেশে যোগ দেন।
২০১৮ সালঃ সসেবার সংসদীয় নির্বাচনী এলাকা বারাণসীতে জন্মদিন উদযাপন করেন তিনি।
২০১৯ সালঃ গুজরাটের কেভাদিয়ায় স্ট্যাচু অফ ইউনিটির কাছে এক সমাবেশে যোগদান করে ৬৯-তম জন্মদিন উদযাপন করেন মোদী।
২০২০ সালঃ সেবারও কোনও ব্যক্তিগত উদযাপনে মাতেননি তিনি। দরিদ্রদের মধ্যে খাবার ও বস্ত্র বিতরণ ও রক্তদান শিবিরের মাধ্যমেই কাটে দিন।
মোদী কি কেক কাটেন? পায়েস খান? প্রধানমন্ত্রী হওয়ার পর কীভাবে জন্মদিন কাটান মোদী? রইল বিস্তারিত
Prime Minister Narendra Modi, on his birthday (September 17), addressed a public rally in Dhar, Madhya Pradesh. During his speech, the Prime Minister mentioned the success of 'Operation Sindoor' against Pakistan to avenge the Pahalgam terror attack.
PM Modi said, "Abhi kal hi… pic.twitter.com/72QR3xhQGM
— The Daily Jagran (@TheDailyJagran) September 17, 2025